ষষ্ঠ দফার ভোটে দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেজাজ হারালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে”, বিক্ষোভকারীদের পালটা হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার সাতসকালে অভিযোগ ওঠে হলদিয়ার দিঘাসিপুর গ্রামের মাদ্রাসা ও ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুলে গেরুয়া শিবিরের বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ পাওয়ামাত্রই সশরীরে বুথে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে ভোটের দিন প্রথমবার বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে লক্ষ্য করে ‘চোর’, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলেই অভিযোগ। এর পর হলদিয়া মহকুমা হাসপাতালে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। কারণ, সেখানে ভর্তি রয়েছেন রাজনৈতিক হিংসায় জখম হালিয়ার হাতিয়াবেড়িয়ার বাসিন্দা বাবুলাল মণ্ডল। সেখানেও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্য দিকে ২৩২ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পাভোটের অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থীকে দেখে তিন-চারজন যুবক জুতো ফেলে দৌড়ে পালায়। তবে ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর’, ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিচারপতি। বলেন, “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে।” একজন প্রাক্তন বিচারপতি এহেন হুঁশিয়ারিতে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
Related Posts
‘৫০টি বুথের জন্য আড়াই লক্ষ টাকার মদ, ৫০টি পিস্তল লাগবে’, স্টিং ভিডিওতে বললে সন্দেশখালির ২নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর
আগেরটির মতো এই ভিডিওটিরও সত্যতা City Next যাচাই করেনি। এই ভিডিওতেও সন্দেশখালির দু’নম্বর ব্লকে বিজেপির মণ্ডল সভাপতি সেই গঙ্গাধর কয়ালকেই দেখা গেল। ৪৬ মিনিট ৭ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতেই, সন্দেশখালিতে যে মহিলারা আন্দোলন করেছিলেন তাঁদের আর্থিক সাহায্য করার বিষয়টি নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে ‘গঙ্গাধরকে’। স্টিং ভিডিয়োতে গঙ্গাধর পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে জানিয়েছেন যে, প্রতি বুথের জন্য […]
আন্দোলনের নামে গুন্ডামি, ছাত্র সমাজের আধলা ইটে মাথা ফাটল একাধিক পুলিশের
আন্দোলনের নামে গুন্ডামি। বেশিরভাগজনকে দেখে মনে হয় না তাঁরা পড়ুয়া। কারও পক্ককেশ জানান দিচ্ছে, প্রৌঢ়ত্বের সীমায় এসে দাঁড়িয়েছেন তিনি। ছাত্র সমাজের মিছিলে দেখা মিলল এদেরই। আর তাঁদেরই গুন্ডামিতে অতিষ্ট হলেন শহরবাসী। পুলিশ সহজেই উদ্দেশ্যহীন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করল। কার্যত মুখ পুড়ল বিজেপির। ২৭ আগস্ট, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সমাবশ-মিছিলের ঘোষণার পর […]
মেয়েকে একাধিকবার ধর্ষণে দোষী সাব্যস্ত বাবা, সাজা ঘোষণা আদালতের
মেয়েকে ধর্ষণে বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত। বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বাবাকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করেন। আজ, বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ এদিন ধৃতের বিরুদ্ধে কড়া সাজার দাবি জানান। তিনি বলেন, একজন বাবা যখন তার নিজের মেয়ের উপর যৌন নির্যাতন চালায়, তখন তার কোনও […]