আরজিকর কাণ্ডে নবান্ন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। আগামিকাল রাজ্য জুড়ে ১২ ঘণ্টা বাংলা বনধ ডাকল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামিকালের বাংলা বনধ্-কে সফল করার বার্তা দেন তিনি। বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ধর্মঘট। পাল্টা আক্রমণাত্মক কুণাল ঘোষ। বিজেপিকে নিশানা করে তাঁর দাবি, ‘রাজনৈতিক অরাজকতার প্লট তৈরি করে ফেলেছে এরা।’এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, “আগামিকাল ২৮ অগাস্ট কোনও বাংলা বনধ হবে না। এই বাংলা বনধের ডাক ব্যর্থ করুন। মানুষ দেখেছেন আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। মামলা চলছে সুপ্রিম কোর্টে, তদন্ত করছে সিবিআই, আর এরা কিনা নবান্ন ঘেরাও করছে। এই ছুতো নিয়ে অরাজকতার প্লট তৈরি করে ফেলেছে এরা। কাল বিজেপির ডাকা বনধ ব্যর্থ করুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। বিজেপি মহিলাদের সম্মান দেয় না। আগামিকাল জনজীবন স্বাভাবিক রাখুন। দয়া করে কোনও প্ররোচনায় পা দেবেন না। বিজেপির লোকেরা আমাদের ছেলেদের ইট, পাথর মেরেছে। এর মধ্যে বাংলা বিরোধী অপশক্তি আছে। এর মধ্যে বাংলা বিরোধী অপশক্তি আছে। আজ পুলিশ কোথাও রিঅ্যাক্ট করেনি। কারা ব্যারিকেড ভাঙল? আপনারা কী চান? পুলিশ নবান্ন বাঁচাবে না? এদের জাস্টিস নয়, চেয়ার চাই। অন্য রাজ্যের ক্যাডারকে নিয়ে এসে ঝামেলা করা হচ্ছে। আপনারা হাথরাসের সময় কোথায় ছিলেন? উত্তরাখণ্ডে নার্সকে ধর্ষণ করা হয়েছে…। আজ পুলিশ বরাবর নিষ্ক্রিয় ছিল, শান্তিপূর্ণ আবেদন করে গিয়েছে। যেখানে যেটুকু না করলে নয়, পুলিশ তাই করেছে, কোনও গুলি চালায়নি। ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। সঙ্গে সঙ্গে বনধ ডাক দিয়েছে।
Related Posts
বিধানসভায় আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ, শ্রদ্ধা জানালেন শুভেন্দু-অভিষেকরা
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা হল শুক্রবার। বৃহস্পতিবার থেকে তাঁর দেহ শায়িত ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকালে সেখান থেকে দেহ বের করা হয়। তার পরে শেষযাত্রা শুরু হয় রাজ্য বিধানসভার উদ্দেশে। প্রায় আধ ঘণ্টা বিধানসভায় মরদেহ ছিল বুদ্ধবাবুর। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানেই মরদেহ শায়িত থাকে বিকেল […]
এক লাফে সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস বাড়াল রাজ্য সরকার
রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। এবার পুজোয় তাদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক লাফে তাদের বোনাস বাড়ল প্রায় ১৩ শতাংশ। বুধবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এর ফলে এবছর বোনাস বাবদ ৬০০০ টাকা হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা।রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে অভিযোগের অন্ত নেই। আরজি কর মেডিক্যালে তরুণী […]
বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান
প্রয়াত বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতঃরাশ করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। […]