জামিন পেলেন না কেসিআর কন্যা তথা বিআরএস নেত্রী কে কবিতা ৷ দিল্লি আবগারি নীতি সম্পর্কিত অর্থ তছরুপের মামলায় সোমবার রাউস অ্যাভিনিউ আদালত কবিতার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে । তাঁর ১৬ বছর বয়সি ছোট ছেলের পরীক্ষা থাকায় চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন কবিতা । আবেদনের শুনানির পর আদালত ৪ এপ্রিল রায় সংরক্ষণ করেছিল । আজ বিচারক ওই রায় ঘোষণা করে বলে যে, আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে ৷ কবিতার অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আদালতকে বলা হয়, তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে । কবিতা জামিন পেলে প্রমাণ লোপাট এবং সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করে ইডি । নিজেদের যুক্তি তুলে ধরার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাঁরা ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছিলেন কবিতা তাঁদের হুমকি দিয়েছেন । ইডি জানিয়েছে, তাদের কাছে এর প্রমাণও রয়েছে । ইডি তার আবেদনে আদালতের কাছে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করার আর্জি জানায় । এই যুক্তি শুনে ইডির পক্ষেই রায় দেয় আদালত ৷ বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা কবিতার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়ে বলেন, এ বিষয়ে আদালত তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দেন। রাউজ অ্যাভিনিউ সিবিআই আদালত এই মাসের ২০ তারিখে কবিতার দায়ের করা সাধারণ জামিনের আবেদনের শুনানি করবে । দিল্লির আবগারি মামলায় ১৫ মার্চ ৪৬ বছর বয়সি কবিতাকে তাঁর বানজারা হিলসের বাড়ি থেকে বিআরএস নেত্রী কবিতাকে ইডি গ্রেফতার করেছিল । তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় । তিনি ২৬ মার্চ থেকে তিহাড় জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । মঙ্গলবার হেফাজতের মেয়াদ শেষ হবে । এই প্রেক্ষাপটে আগামিকাল তাঁকে আবারও আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, জানা গিয়েছে, কবিতাকে জেরা করার অনুমতি ইতিমধ্যেই পেয়েছে সিবিআই আদালত ।
Related Posts
দুই স্কুল পড়ুয়ার সংঘর্ষে রণক্ষেত্র রাজস্থানে উদয়পুর, বন্ধ ইটারনেট, জারি ১৪৪ ধারা
দুই স্কুল পড়ুয়ার সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল রাজস্থানে উদয়পুর। সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ায় ওই এলাকার বেশ কয়েকটি জায়গায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। জারি ১৪৪ ধারা । পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, একটি সরকারি স্কুলে দশম শ্রেণির […]
ভগবতী আম্মান মন্দিরে দর্শন ও পুজো করলেন প্রধানমন্ত্রী মোদি, ১ জুন সন্ধ্যা পর্যন্ত করবেন ধ্যান
নির্বাচনী প্রতিশ্রুতির পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধ্যানের জন্য তামিলনাড়ুর কন্যাকুমারী পৌঁছেছেন। কন্যাকুমারীতে পৌঁছে ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা ও পুজো দেন প্রধানমন্ত্রী মোদি।প্রধানমন্ত্রীকে দেখা গেল দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী পোশাকে ধুতি পরা। প্রধানমন্ত্রী মোদি, একটি সাদা রঙের শাল দিয়ে আবৃত দেখা যাচ্ছে, আজ সন্ধ্যা থেকে 1 জুন সন্ধ্যা পর্যন্ত বিবেকানন্দ স্মৃতিসৌধের ধ্যান মণ্ডপে ধ্যান করবেন। স্বামী বিবেকানন্দ […]
পার্লামেন্টের দ্বারা নতুন আইনের অনুমোদন দেশের পরিবর্তন এবং এগিয়ে যাওয়ার লক্ষণ: ডিওয়াই চন্দ্রচূড়
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নতুন ফৌজদারি বিচার আইনকে সমাজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন। তিনি শনিবার বলেছিলেন যে ভারত তার ফৌজদারি বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। CJI চন্দ্রচূদ ফৌজদারি বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথের উপর […]