পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ক্যাপ্টেন ব্রিজেশ থাপাকে ৷ সোমবার জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন । বুধবার বিশেষ বিমানে ক্যাপ্টেনের দেহ বাগডোগরা বিমানবন্দরের বায়ুসেনা ছাউনির আলফা জোনে এসে পৌঁছায় ৷ সবার শেষে ক্যাপ্টেন ব্রিজেশকে শ্রদ্ধা জানান তাঁর বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা, মা নিলীমা থাপা ও দিদি নিকিতা থাপা ৷ এদিন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অস্ট্রেলিয়া থেকে দার্জিলিংয়ে আসেন তাঁর দিদি নিকিতা থাপা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার লেবংয়ের পৈতৃক বাড়িতে ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ আর সেখানেই তাঁকে গান স্যালুটে বিদায় জানানো হবে ৷ এদিন রাজু বিস্তার গলায় ফের শোনা যায় হুঁশিয়ারির সুর ৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, “পাকিস্তান হয়তো পাঁচ বছর আগেকার এয়ার স্ট্রাইক ভুলে গিয়েছে ৷ আবার মনে করানোর প্রয়োজন রয়েছে ৷ বাপ বাপই হয় ৷ আবার এয়ার স্ট্রাইকের প্রয়োজন ৷”
Related Posts
সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল, ব্যাহত ট্রেন চলাচল
সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল হটাৎই লাইনচ্যুত হয়, উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল, পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। ঘটনার জেরে ঘণ্টাখানেকেরও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল […]
‘আমি মোবাইল পুকুরে ফেলেননি, আমার কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে, সবটাই সিবিআইয়ের সাজানো ঘটনা’, দাবি জীবনকৃষ্ণ সাহার
সুপ্রিমকোর্টে জামিন পাওয়ার পর সেই জীবনকৃষ্ণ দাবি করলেন, তিনি মোবাইল পুকুরে ফেলেননি! সেই সঙ্গে বিধায়ক জানালেন, তাঁর কাছে সিসিটিভি ফুটেজও রয়েছে। সব প্রমাণ দিয়ে দেবেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবন। অভিযোগ উঠেছিল, বিধায়কের বাড়িতে তল্লাশির সময় তিনি মোবাইল দু’টি ছাদ থেকে ছুড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। দু’দিন ধরে পাম্প চালিয়ে পুকুর থেকে […]
ভোটের মুখে বাড়ানো হল দুই বিজেপি নেতার নিরাপত্তা
তাপস রায়কে এক্স ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষকেও দেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা। এই দুই নেতার নিরাপত্তায় চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসেবে শুক্রবার রাত থেকেই মোতায়েন করা হয়েছে। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এবং জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষের উপর হামলা হতে […]