রবিবার সাতসকালে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের হানা। সন্দীপ ঘোষ ছাড়াও আরজি করের আরও একাধিক কর্তার বাড়িতেও আজ সিবিআই গেছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীন আরজি করের কর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। তা খতিয়ে দেখতেই এবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। আজ বেলেঘাটা, কেষ্টপুর, হাওড়া, এন্টালিতে সিবিআইয়ের দল গিয়েছে। একটি দল গিয়েছে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে। কয়েক ঘণ্টা বাইরেই অপেক্ষা করছিলেন তদন্তকারীরা। তারপর সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন তাঁরা। একটি দল গেছে এন্টালিতে, আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে। আরেকটি দল কেষ্টপুরে ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমের বাড়িতে রয়েছে। এর পাশাপাশি হাওড়ায় বিপ্লব সিংহ নামের এক ব্যক্তি, যিনি হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহকারী, তাঁর বাড়িতেও গেছে সিবিআইয়ের দল। হাসপাতালে এক ক্যাফে মালিকের বাড়ি বেলগাছিয়ায়। সেখানেও রয়েছে তদন্তকারী আধিকারিকরা। হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি আর্থিক অনিয়মের যে অভিযোগ তুলেছিলেন, সেই তালিকা এদের নাম রয়েছে। প্রসঙ্গত, শুক্রবার কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের তদন্তভার পায় সিবিআই। শনিবার প্রথম এফআইআর দায়ের করা হয়েছে। এরপর রবিবার সকাল থেকেই সক্রিয় সিবিআই। একাধিক দলে ভাগ হয়ে একযোগে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অভিযুক্তদের বাড়িতে গিয়ে।
Related Posts
নবান্নে জরুরি বৈঠকে ডিজি রাজীব কুমার, ‘মেয়েদের রাত দখল’ প্রতিবাদ কর্মসূচী ঘিরে সতর্ক রাজ্য পুলিশ
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে নির্মম অত্যাচার করে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বাধীনতা দিবসের আগের রাতে ‘মেয়েদের রাত দখলের’ ডাক দিয়েছেন মহিলা নাগরিকদের একাংশ৷ এবার সেই কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ বুধবার রাতের নিরাপত্তা নিয়ে […]
হাইকোর্টের অনুমতি নিয়ে রাজভবনের সামনে ধরনায় বঙ্গ বিজেপি
কলকাতা হাইকোর্ট ২ সপ্তাহ আগেই শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছিল। সেই অনুমতি পেতেই লোকসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অসীম সরকার, কৌস্তভ বাগচীরা। রবিবার সকাল ১০টায় ধর্নামঞ্চে উপস্থিত হন শুভেন্দু। আজকের ধর্নায় উপস্থিত রয়েছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরাও। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী […]
বাংলায় দুর্গাপুজো পর্যন্ত রাখা হোক কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালের কাছে দরবার শুভেন্দুর
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আর রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় রাজভবনের বাইরে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে রেখে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী ৷ এদিন রাজভবনের ভিতরে শুভেন্দুকে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেই বসে থাকতে দেখা […]