রবিবার সাতসকালে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের হানা। সন্দীপ ঘোষ ছাড়াও আরজি করের আরও একাধিক কর্তার বাড়িতেও আজ সিবিআই গেছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীন আরজি করের কর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি। তা খতিয়ে দেখতেই এবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। আজ বেলেঘাটা, কেষ্টপুর, হাওড়া, এন্টালিতে সিবিআইয়ের দল গিয়েছে। একটি দল গিয়েছে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে। কয়েক ঘণ্টা বাইরেই অপেক্ষা করছিলেন তদন্তকারীরা। তারপর সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন তাঁরা। একটি দল গেছে এন্টালিতে, আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে। আরেকটি দল কেষ্টপুরে ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমের বাড়িতে রয়েছে। এর পাশাপাশি হাওড়ায় বিপ্লব সিংহ নামের এক ব্যক্তি, যিনি হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহকারী, তাঁর বাড়িতেও গেছে সিবিআইয়ের দল। হাসপাতালে এক ক্যাফে মালিকের বাড়ি বেলগাছিয়ায়। সেখানেও রয়েছে তদন্তকারী আধিকারিকরা। হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি আর্থিক অনিয়মের যে অভিযোগ তুলেছিলেন, সেই তালিকা এদের নাম রয়েছে। প্রসঙ্গত, শুক্রবার কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের তদন্তভার পায় সিবিআই। শনিবার প্রথম এফআইআর দায়ের করা হয়েছে। এরপর রবিবার সকাল থেকেই সক্রিয় সিবিআই। একাধিক দলে ভাগ হয়ে একযোগে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অভিযুক্তদের বাড়িতে গিয়ে।
সাতসকালে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা
