ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে তদন্ত করতে বিহারের নওদা জেলার রজৌলিতে রবিবার প্রবেশ করেছিল সিবিআইয়ের টিম। আর গ্রামে প্রবেশ মাত্রই সিবিআইকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর। তদন্তে নেমে পুলিশ ২০০ জন গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তের মধ্যে মাত্র ৮ জনের নাম সামনে এসেছে। গোটা পরিস্থিতিতে গ্রামবাসীদের সঙ্গে মুখোমুখি বচসা শুরু হয় সিবিআই টিমের। গোটা ঘটনা মোবাইলে ধরা পড়ে। পুলিশ বলছে, গ্রামবাসীরা ভেবেছিলেন যে, ওই সিবিআই টিম ভুয়ো। তা ভেবেই তাঁরা চড়াও হন। অভিযোগ সিবিআইয়ের টিমের সদস্যদের ওপর চড়াও হন তাঁরা। রবিবার দুপুরে রজৌলির কোসিয়াড়ি গ্রামে গিয়েছিল সিবিআই টিম। টিমে ছিলেন ছিলেন চার জন তদন্তকারী এবং নওয়াদার একটি পুলিশ ফাঁড়়ির মহিলা কনস্টেবল। তাঁদের ভুয়ো সিবিআই কর্মী ভেবে তাঁদের ওপর চড়াও হন গ্রামবাসীরা বলে জানিয়েছে পুলিশ। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে অধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসা করছেন গ্রামবাসীরা। স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অমবরীশ রাহুল জানান, যখন তাদের ওপর হামলা হয় তখন দলটি কাসিয়াদিহ গ্রামে ছিল। স্থানীয় পুলিশ আসার পর কর্মকর্তাদের উদ্ধার করা হয়। গ্রামবাসীরা সিবিআই টিমের গাড়ি ভাঙচুর করেন বলেও অভিযোগ।অপ্রত্যাশিত আক্রমণের মুখে, সিবিআই টিম স্থানীয় পুলিশকে ডাকে, পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পুলিশের উপস্থিতিতে দলটি তাদের তদন্ত চালায়।
Related Posts
এনটিএর ট্রাঙ্ক থেকে NEET-এর প্রশ্নপত্র চুরি! সিবিআইয়ের জালে ইঞ্জিনিয়ার সহ ২
নিট প্রশ্ন ফাঁস হামলায় আরও দু’জনকে গ্রেফতার করল CBI। জানা গিয়েছে, বিহার এবং ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। দু’জনেই প্রশ্ন ফাঁস চক্রে লিঙ্কম্যান হিসেবে কাজ করত বলে জানা যাচ্ছে। মঙ্গলবার পটনা এবং হাজারিবাদে অভিযান চালিয়ে এই দুই লিঙ্কম্যানকে পাকড়াও করেছে CBI। অভিযোগ, হাজারিবাগ থেকে ধৃত পঙ্কজ সিং ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে আসার […]
রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ইডি- সিবিআইকে: রাহুল
তামিলনাড়ুতে জনসভায় গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছুঁড়লেন রাহুল গান্ধী। তামিলনাড়ুর তিরুনেলভেলিতে গিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, ইডি, সিবিআই, আয়কর দফতরকে বার বার ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসেবে। এমনকী নির্বাচন কমিশনারকেও পছন্দ করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নির্বাচনের মাত্র ২ মাস আগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়া হয় বলে […]
ভারতেই আছেন শেখ হাসিনা! সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রের তরফে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতেই আছেন। জয়শঙ্করের তাঁর বিবৃতিতে বলেন, “খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে হাসিনা আবেদন করেন এ দেশে আসার জন্য। অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। আমরা পরিস্থিতির উপর নজর […]