সিঁড়ি দিয়ে উঠে আসছে এক যুবক। গলায় ঝোলানো মোবাইলের হেড ব্যান্ড। সিসি ক্যামেরার ফুটেজ তাই দেখা যাচ্ছে। কে এই যুবক? দাবি করা হচ্ছে এই যুবকই হল অভিযুক্ত ধৃত সঞ্জয় রাই। তার হাতে একটা হেলমেট ছিল বলে দাবি করা হচ্ছে। তার মানে বাইকে চেপে এসেছিল মূর্তিমান। সেই ভিডিওতে দেখা গিয়েছে ৯ অগাস্ট আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে প্রবেশ করছে সঞ্জয় রাই। চিকিৎসককে ধর্ষণ ও খুনে অভিযুক্ত। পরনে জিন্স, টি শার্ট, হাতে হেলমেট। সবথেকে বড় কথা হল এটা কি সেই হেলমেট যেটা কলকাতা পুলিশের ইউনিফর্মের একটা অংশ? দাবি করা হচ্ছে এই সিসি ফুটেজটি ভোর ৪টে নাগাদ ক্যাপচার করা হয়েছিল। এদিকে সূত্রের খবর, অপর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে ৮ অগস্ট বেলা ১১টা নাগাদ চেস্ট ডিপার্টেমেন্টের কাছে দেখা গিয়েছিল সঞ্জয় রাইকে। সেই সময় ওই মহিলা চিকিৎসক সহ কয়েকজন সেখানে ছিলেন। সেই সময় ওই সঞ্জয় রাই বার বার জরিপ করছিল ওই চিকিৎসকদের। ঘণ্টার পর ঘণ্টা ডিউটি করে আরজিকরের সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক। তাঁকেই খুন করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে। তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনও দেখা গিয়েছিল তার শরীরী ভাষায় একেবারে ডোন্ট কেয়ার ভাব। বিভিন্ন মহলের দাবি, ওই ধৃতের মধ্যে অনুশোচনার লেশমাত্র ছিল না। এমনকী অভিযুক্ত একেবারে ভাবলেশহীন। রীতিমতো সে বলে দিচ্ছে, ফাঁসি দিলে দিন।
Related Posts
ডাক্তারদের কর্মবিরতির জেরে অপারেশন হল না ৪ বছরের অসুস্থ শিশুর
রেটিনার অপারেশন করাতে ভোর থেকে দুপুর দু’টো পর্যন্ত খালি পেটে রাখা হয়েছিল চার বছরের এক শিশুকে। কিন্তু দুপুর গড়ালেও তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল না! কাহিল শিশুটির অসহায় বাবা-মা জিজ্ঞেস করলেন, ‘স্যার অপারেশন কখন হবে?’ তাঁদের জানানো হল, ‘আন্দোলনের জন্য সংজ্ঞাহীন করার চিকিৎসক (অ্যানাস্থেটিস্ট) আসেননি। তাই আজ অপারেশন হবে না!’ তারপর প্রায় কেঁদে ফেলে শিশুটির […]
২১-এর মঞ্চ থেকে ‘বাংলার বাড়ি’ নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
লোকসভা ভোটে সাফল্যের পর তৃণমূলের প্রথম বড় কর্মসূচি রবিবার। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চকে ঘিরে উপচে পড়া ভিড় কর্মী-সমর্থকদের সামনে সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন মমতা। বলেন, ‘বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব।’ প্রসঙ্গ তোলেন লক্ষ্মীর ভান্ডারেরও। জানান, লক্ষ্মীর ভান্ডার ২ কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে। এর আগে তিনি […]
বাংলায় দুর্গাপুজো পর্যন্ত রাখা হোক কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালের কাছে দরবার শুভেন্দুর
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আর রবিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সন্ধ্যায় রাজভবনের বাইরে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে রেখে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী ৷ এদিন রাজভবনের ভিতরে শুভেন্দুকে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেই বসে থাকতে দেখা […]