মমতাবালার উপর ‘হামলা’! তালা ভেঙে বড়মার ঘর দখল করার অভিযোগ বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু বিরুদ্ধে

রবিবার সন্ধ্যায় ফের উত্তপ্ত হল ঠাকুরবাড়ি। মতুয়া ঠাকুরবাড়িতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের উপর হামলার অভিযোগ উঠল লোকসভা ভোটে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন শান্তনুর নিরাপত্তারক্ষীরাও। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে একটি কোল্যাপসিবল গেটের তালা ভাঙতে দেখা গিয়েছে শান্তনুকে। মমতাবালার অভিযোগ, শান্তনু তাঁর দলবল নিয়ে তাঁর ঘরে ঢুকেছেন। তাঁকে গালিগালাজ করেছেন। প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তিনি আতঙ্কে আছেন। মহিলা হওয়ায় তাঁর উপর অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতাবালা। পাল্টা শান্তনুর দাবি, বড়মা প্রয়াত হওয়ার পর থেকে তাঁর ঘরে ঢুকতে পারেন না শান্তনু ও তাঁর পরিবার। নাতি হিসাবে তাঁরও বড়মার ঘরে ঢোকার অধিকার রয়েছে। সেই কারণেই তিনি বড়মার ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘর তালা দিয়ে রাখা হয়েছিল। তাই তালা ভেঙে ঢুকেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!