অন্ধ্রপ্রদেশের ৯টি ও ঝাড়খণ্ডের ২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস

অন্ধ্রপ্রদেশের ৯টি ও ঝাড়খণ্ডের দুটি লোকসভা আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিল কংগ্রেস শিবির। গতকালই কাঁথি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে বাংলার তালিকা সম্পূর্ণ করে ফেলেছে কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী তালিকায় এখন সবার নজর শুধু আমেথি ও রায়বারেলির দিকে। জোর জল্পনা, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা এই দুটি আসন থেকে হাত চিহ্নে দাঁড়াবেন। ঝাড়খণ্ডে বিজেপির হেভিওয়েট নিশিকান্ত দুবের বিরুদ্ধে প্রার্থী বদল করল কংগ্রেস। গোড্ডা লোকসভা আসনে দীপিকা পান্ডে সিংয়ের বদলে কংগ্রেসে প্রার্থী করল প্রদীপ যাদব-কে। এই লোকসভার ৯০ শতাংশ ভোটার দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়, তফসিলি সম্প্রদায়ভুক্ত। অথচ দীপিকা সিং-কে প্রার্থী করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বড় ভুল করেছে বলে স্থানীয় কর্মীরা বড় বিক্ষোভ দেখিয়েছিলেন। স্থানীয় কর্মীদের বিক্ষোভ টের পেয়ে প্রদীপ যাদবকে দাঁড় করাল কংগ্রেস হাইকমান্ড। গত দুটি লোকসভা ভোটে এই আসন থেকে জিতে আসছেন বিজেপি-র নিশিকান্ত দুবে। যে নিশিকান্তের অভিযোগের ভিত্তিতে অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে তৃণমূলের মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ হয়েছিল।

error: Content is protected !!