অন্ধ্রপ্রদেশের ৯টি ও ঝাড়খণ্ডের দুটি লোকসভা আসনে প্রার্থীদের নাম জানিয়ে দিল কংগ্রেস শিবির। গতকালই কাঁথি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে বাংলার তালিকা সম্পূর্ণ করে ফেলেছে কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী তালিকায় এখন সবার নজর শুধু আমেথি ও রায়বারেলির দিকে। জোর জল্পনা, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা এই দুটি আসন থেকে হাত চিহ্নে দাঁড়াবেন। ঝাড়খণ্ডে বিজেপির হেভিওয়েট নিশিকান্ত দুবের বিরুদ্ধে প্রার্থী বদল করল কংগ্রেস। গোড্ডা লোকসভা আসনে দীপিকা পান্ডে সিংয়ের বদলে কংগ্রেসে প্রার্থী করল প্রদীপ যাদব-কে। এই লোকসভার ৯০ শতাংশ ভোটার দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়, তফসিলি সম্প্রদায়ভুক্ত। অথচ দীপিকা সিং-কে প্রার্থী করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বড় ভুল করেছে বলে স্থানীয় কর্মীরা বড় বিক্ষোভ দেখিয়েছিলেন। স্থানীয় কর্মীদের বিক্ষোভ টের পেয়ে প্রদীপ যাদবকে দাঁড় করাল কংগ্রেস হাইকমান্ড। গত দুটি লোকসভা ভোটে এই আসন থেকে জিতে আসছেন বিজেপি-র নিশিকান্ত দুবে। যে নিশিকান্তের অভিযোগের ভিত্তিতে অর্থের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে তৃণমূলের মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ হয়েছিল।
Related Posts
উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি বগি, মৃত ৪, আহত ২৮
ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। রেল মন্ত্রক সূত্রে খবর, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪জনের এবং আহত ২৮। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ডিব্রুগড় এক্সপ্রেসের সুরক্ষিত যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা। সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা […]
জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা, আহত জওয়ান
জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা ৷ ঘটনায় আহত এক জওয়ান ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি সেনার৷ চলতি মাসেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন ৷ তার আগেই এই হামলা উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ সেনা সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সুঞ্জওয়ান সেনা ছাউনিতে আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ […]
উত্তরপ্রদেশে নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চিকিৎসক সহ ৩
এবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটি প্রাইভেট ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় ওই ক্লিনিকেরই এক চিকিৎসক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এএনআই সংবাদসংস্থা সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার পর ক্লিনিকটি ‘সিজ়’ করেছে মোরাদাবাদ পুলিশ। এসপি সন্দীপ কুমার মীনা বলেন, ‘১৮ অগস্ট ঠাকুরদ্বারা পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী জানান, তাঁর মেয়েকে এক চিকিৎসক নিজের ক্লিনিকে ধর্ষণ […]