কেরল থেকে কলকাতা ফিরেই শ্লীলতহানির ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করলেন তিনি। কিছুদিন আগেই রাজভবনের এক কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। রাজ্যপাল অডিও বার্তায় এই ঘটনা অস্বীকার করেন। সোমবার কেরল থেকে বাংলায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অত্যন্ত ঘৃণ্য রাজনীতি করছেন মমতা ব্যানার্জি। রাজ্যপাল পদটি অরাজনৈতিক। আমি বারবার চেষ্টা করছি রাজনীতির উর্ধ্বে থাকার। রাজ্যপালের অফিসের ওপর এই দিদিগিরি আমি সহ্য করব না। ভগবানের কাছে প্রার্থনা করি ওঁকে রক্ষা করুন। কিন্তু স্বয়ং ভগবানও ওঁকে রক্ষা করতে পারবেন না’।
কেরল থেকে কলকাতা ফিরেই শ্লীলতহানির ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
