মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। মৌসম ভবন সূত্রে খবর, মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, তা ঘিরে এখনও স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়া দপ্তর।
Related Posts
সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ক্ষেপনাস্ত্রের মহড়া
সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সহ প্রশিক্ষণ মহড়া করল ভারতীয় সেনাবাহিনীর। গুয়াহাটিতে প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সমগ্র পূর্বাঞ্চলীয় কমান্ডের মেকানাইজড ও ইনফ্যান্ট্রি ইউনিটের মিসাইল ফ্যায়ারিং ডিটাচমেন্ট এখানে অংশ নিয়েছিল। যুদ্ধের পরিস্থিতি সচল ও স্থির লক্ষ্যবস্তুতে বিভিন্ন অবস্থান থেকে গোলাগুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেওয়া হয় এই মহড়ায়। এতটা উচ্চতায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল […]
বারাসতের পুনর্নিবাচনে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী
সকাল থেকেই বুথমুখী হচ্ছিলেন না ভোটারদের একাংশ । তাঁদের সাহস যোগাতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কাশেম আলি ৷ তাঁর উপস্থিতিতে তীব্র উত্তেজনা ছড়াল কদম্বগাছির সরদার পাড়া এলাকায় । বাড়ি বাড়ি গিয়ে হাক ডাক দিয়ে ভোটারদের বুথমুখী করার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়লেন তিনি। শুরু হয় বচসা। তুমুল বাকবিতণ্ডায় পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে উঠল এলাকা […]
শুধু বিজেপি নয়, রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন তৃণমূলের
রাজ্যজুড়ে রাম নবমীর শোভাযাত্রার আয়োজন রাজ্যের শাসক শিবিরের। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই খোদ কলকাতায় তৃণমূল নেতাদের উদ্যোগে পালিত হচ্ছে রাম নবমীর শোভাযাত্রা। খুব তাৎপর্যপূর্ণ ব্যারাকপুর অঞ্চল। সেখানে তৃণমূল নেতাদের আয়োজনে ছোট বড় প্রায় কুড়িটি রাম নবমীর মিছিল বের হতে চলেছে । বিকেল চারটে নাগাদ ব্যারাকপুরে রামনবমীর মিছিলে পা মেলাবেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। আবার […]