ঘূর্ণিঝড় রিমলের গতি কত হতে পারে ল্যান্ডফলের সময়, তা নিয়ে নানা জল্পনা আছে৷ তবে আবহাওয়া দফতর মারফত যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। সাধারণত সাগরে ঝড়ের যে গতি থাকে, ল্যান্ডফলের পর সেই গতি ধীরে ধীরে কমতে থাকে৷ তবে প্রাথমিক আঘাত হয় তীব্র৷ ঘূর্ণিঝড় রিমলের ক্ষেত্রেও তা হবে৷ প্রাথমিক ভাবে দক্ষিণবঙ্গের উপকূলে এক গতি থাকবে তীব্র৷ ইতিমধ্যেই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এটি ক্রমেই আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আজ বিকেলেই এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর ২৬ মে গভীর রাতে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ভূভাগে প্রবেশ করবে। এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। এর সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ উল্লেখ্য, এর আগের দু’টি বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লা ও আমফানের ক্ষেত্রে গতি ছিল ১১০-এর মতো৷ আরও শক্তিশালী হচ্ছে এ বারের ঘূর্ণিঝড়টি৷ এদিকে এই ঘূর্ণিঝড়ের জেরে আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
Related Posts
ভোট মিটলেই ‘রি-পোলের’ দাবি করবো’, ৪র্থ দফার অন্তিম লগ্নে এসে দাবি অধীর রঞ্জন চৌধুরীর
৪র্থ দফার অন্তিম লগ্নে অধীর রঞ্জন চৌধুরীর মুখে শোনা গেল পুনর্নির্বাচনের কথা। ‘আমরা নির্বাচন কমিশনের কাছে রি-পোলের দাবি করবো। গুটিকয়েক বুথে আমাদের ভোট করতে দেওয়া হয়নি। ৯ থেকে ১০টি বুথে ছাপ্পা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অধীর চৌধুরী হারুক বিজেপি জিতুক।’ তিনি আরও বলেন, ‘বেশিরভাগটাই শান্তি শৃঙ্খলায় ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও যাঁরা পুলিশের দালাল […]
জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ সভাপতি উত্তম রায়
জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ-সভাপতি উত্তম রায় ৷ অভিযোগ, সরকারি জমিতে অবৈধভাবে হোটেল করেছেন উত্তম। দীর্ঘদিন ধরে সেভাবেই ব্যবসা চালাচ্ছেন। যদিও বিজেপি নেতার দাবি, বাম আমলে তিনি সরকারি জমির পাট্টা পেয়েছিলেন । সেখানেই হোটেল খুলে ব্যবসা শুরু করেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ বাম আমলে সমস্ত নিয়ম মেনে তিনি […]
আসানসোলে প্রার্থী ঘোষণা বিজেপির, শত্রুঘ্নের বিরুদ্ধে লড়বেন আলুওয়ালিয়া
রাজ্যে নির্বাচনী প্রচারে এসে আসানসোল কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন শাহ ৷ আগামী ১৩ মে নির্বাচন আসানসোল কেন্দ্রে ৷ তার আগে বিস্তর জলঘোলার পর এই আসনে প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া ৷ ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল ৷ সেখানে আসানসোল থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি ৷ তবে তিনি পরদিনই […]