প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদন খারিজ করে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট

প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদন খারিজ করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ইডি-র গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে তাঁর আবেদন ঝাড়খণ্ড হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এ রিট আবেদনের ওপর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে হাইকোর্ট ২৮ ফেব্রুয়ারি রায় সংরক্ষণ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এস. বিচারপতি চন্দ্রশেখর ও বিচারপতি নবনীত কুমারের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। হেমন্ত সোরেনের পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা একটি তফসিল অপরাধ নয়। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচারের কোনো মামলা নেই। বাগদাই এলাকার যে জমির কথা বলা হচ্ছে, সেই নথিতেও তার নাম নেই। তবে, ইডির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে সমন দেওয়ার পরে, তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার ক্ষমতা এবং অবস্থানের অপব্যবহার করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন। আমরা আপনাকে বলি যে ঝাড়খণ্ড হাইকোর্ট এই মামলায় 28 ফেব্রুয়ারি রায় সংরক্ষিত করার পরে, রায় দিতে বিলম্বের বিরুদ্ধে হেমন্ত সোরেনের পক্ষে সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দায়ের করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সিদ্ধান্ত না আসায় তিনি লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারছেন না। আমরা আপনাকে বলি যে হেমন্ত সোরেনকে 31 জানুয়ারি ইডি গ্রেপ্তার করেছিল। যার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাকে হাইকোর্টে যেতে বলেছিল।

error: Content is protected !!