প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আবেদন খারিজ করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ইডি-র গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে তাঁর আবেদন ঝাড়খণ্ড হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এ রিট আবেদনের ওপর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে হাইকোর্ট ২৮ ফেব্রুয়ারি রায় সংরক্ষণ করেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এস. বিচারপতি চন্দ্রশেখর ও বিচারপতি নবনীত কুমারের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। হেমন্ত সোরেনের পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা একটি তফসিল অপরাধ নয়। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচারের কোনো মামলা নেই। বাগদাই এলাকার যে জমির কথা বলা হচ্ছে, সেই নথিতেও তার নাম নেই। তবে, ইডির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে সমন দেওয়ার পরে, তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার ক্ষমতা এবং অবস্থানের অপব্যবহার করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন। আমরা আপনাকে বলি যে ঝাড়খণ্ড হাইকোর্ট এই মামলায় 28 ফেব্রুয়ারি রায় সংরক্ষিত করার পরে, রায় দিতে বিলম্বের বিরুদ্ধে হেমন্ত সোরেনের পক্ষে সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দায়ের করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সিদ্ধান্ত না আসায় তিনি লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারছেন না। আমরা আপনাকে বলি যে হেমন্ত সোরেনকে 31 জানুয়ারি ইডি গ্রেপ্তার করেছিল। যার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাকে হাইকোর্টে যেতে বলেছিল।
Related Posts
পরিবারের পাশে রাজ্য, হরিয়ানায় গোমাংস ভক্ষণের সন্দেহে গণপিটুনির বলি বাংলার শ্রমিকের স্ত্রীকে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
হরিয়ানায় কাজে করতে গিয়ে গণপিটুনির বলি হওয়া এরাজ্যের পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বাসন্তীর বাসিন্দা নিহত সাবির মল্লিকের স্ত্রীর জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। বুধবার নবান্নে সাবিরের স্ত্রী শাকিলা সর্দার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁর হাতে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শাকিলাকে বাসন্তী ব্লক ভূমি সংস্কার অফিসের সহায়ক পদে নিয়োগ […]
নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
মহারাষ্ট্র থেকে তীর্থযাত্রার উদ্দেশে তিনটি বাসে করে নেপালে রওনা দিয়েছিল ১০৪ জন ভারতীয়ের দল। দু’দিন আগেই উত্তরপ্রদেশ থেকে তারা পোখরায় পৌঁছায়। শুক্রবার সকালে পোখরার রিসর্ট থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট নীচে নদীতে পড়ল বাস। কাঠমাণ্ডু থেকে ১২০ কিলোমিটার দূরে তানাহুনের মারশিংডিতে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত […]
RG KAR: ‘সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে নির্যাতিতার নাম এবং ছবি সরিয়ে ফেলুন’, কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের
নির্যাতিতার নাম যাতে প্রকাশ করা না হয় প্রথম থেকেই এব্যপারে সতর্ক করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এবার সমস্ত সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে জানিয়েছে যাতে মৃত চিকিৎসকের ছবি নাম সহ অন্যান্য বিস্তারিত বিবরণ যেন পেশ করা না হয়। ওই চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা, বিচারপতি […]