আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক নিয়ায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন ৷ তবে আদালতের শর্ত অনুযায়ী, কেজরিওয়াল সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারবেন না এবং তদন্তকে কোনওভাবে প্রভাবিত করতে পারবেন না ৷ বিচারক আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আরও নির্দেশ দিয়েছেন যে, তদন্তের স্বার্থে যখনই প্রয়োজন হবে কেজরিওয়াল যেন আদালতে হাজিরা দিতে হবে ৷ আবগারি দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করতে হবে ৷ আদালতে এদিন ইডি এই জামিনের বিরোধিতা করেছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে আবেদন করেছিল, অরবিন্দ কেজরিওয়ালকে ৪৮ ঘণ্টার জন্য জামিন দেওয়া হোক ৷ ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত ৷ আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল জামিনের জন্য আবেদন করেছিলেন ৷ সেই মামলায় সরকারি পক্ষ এবং আপ নেতার আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর বিচারক এই জামিন মঞ্জুর করেন ৷ এদিন আদালতে ইডি এই জামিনের বিরোধিতা করেছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে আবেদন করেছিল, অরবিন্দ কেজরিওয়ালকে ৪৮ ঘণ্টার জন্য জামিন দেওয়া হোক ৷ ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত ৷ লোকসভা ভোটের আগে ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি ৷

error: Content is protected !!