বড়সড় কিডনি পাচার চক্রের হদিশ পেল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। বাংলাদেশ থেকে এই পাচারচক্র কাজ করত বলেই জানতে পেরেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা চিকিৎসকও রয়েছে বলেই জানিয়েছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ।উত্তর প্রদেশের নয়ডার একটি হাসপাতালে এই চিকিৎসক ১৬ জন রোগীর দেহের অপারেশনও করেছেন। যে পাচারচক্র কাজ করছে তারা বাংলাদেশ এবং রাজস্থানেও রয়েছে। গোটা বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে রাজস্থান পুলিশও। এবিষয়ে দিল্লির পুলিশ কমিশনার অমিত গোয়েল জানান, দিল্লির সরিতা বিহার হাসপাতালে কাজ করত ওই মহিলা। বিনা পারিশ্রমিকে কাজ করা এক চিকিৎসকও এর সঙ্গে যুক্ত রয়েছ বলেই খবর। দিল্লি পুলিশ জানিয়েছে গোটা অপারেশনটাই বাংলাদেশ থেকে নিজেদের কাজ করছে।
Related Posts
ভোটের আগে রামলালার দর্শন করলেন প্রধানমন্ত্রী মোদির
লোকসভা নির্বাচনের প্রাচারের মধ্যেই আজ রামনগরী ‘অযোধ্যা’ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে তিনি প্রথমে রামলালাকে দেখেন এবং তারপর তাঁকে প্রণাম করেন। ভগবান শ্রী রামের দর্শন এবং পূজার পরে, এখন প্রধানমন্ত্রী মোদি একটি রোড শো করছেন, সেই সময় ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও তাঁর রথে চড়তে দেখা গেছে।
কাকভোরে দিল্লিতে ৫ জন ঘুমন্ত ফুটপাতবাসীকে পিষে দিল বেপরোয়া ট্রাক
ফুটপাতের একপাশে ঘুমিয়েছিলেন কয়েকজন। কাকভোরে বুঝতেই পারেননি পরক্ষণেই ঘনিয়ে আসছে বিপদ। বেপরোয়া ট্রাক পিষে দিল পরপর পাঁচজন ঘুমন্ত ফুটপাতবাসীকে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত বাকি দুইজন ভর্তি হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী নগর এলাকায়। ট্রাকটি সিলেমপুর থেকে আয়রন ব্রিজের দিকে যাচ্ছিল। ওই […]
চেন্নাইয়ে ছাত্রদের হোস্টেলে মাদক চক্র! তল্লাশি পুলিশের
হোস্টেলের আড়ালে চলছে মাদকচক্র! পড়ুয়ারা অবাধে চালাচ্ছে গাঁজার লেনদেন। গোপন সূত্র মারফত সেই খবর এসে পৌঁছয় পুলিশের কাছে। চেন্নাইয়ের পোথেরি এলাকার বিভিন্ন ছাত্রাবাসে গিয়ে তদন্ত অভিযান শুরু করেছে চেন্নাই পুলিশ । ওই সকল হোস্টেলে শহরের বিভিন্ন বেসরকারি কলেজের পড়ুয়ারা থাকেন বলে জানা যাচ্ছে। ছাত্রাবাসের আড়ালে পড়ুয়ারা গোপনে গাঁজা পাচার চক্র চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।