আজ বুদ্ধ পূর্ণিমা ৷ এই পুণ্য তিথি উপলক্ষে গঙ্গায় স্নান করতে দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছেন হরিদ্বারে ৷ কথিত আছে, এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন । এই কারণে বুদ্ধ পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে । তাই আজ হরিদ্বারের হর কি পৌরি-সহ বিভিন্ন গঙ্গার ঘাটে পবিত্র ডুব দিয়ে প্রার্থনা সারছেন পুণ্যার্থীরা ৷ এর ফলে গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়েছে ভিড় ৷ বুদ্ধ পূর্ণিমায় ভক্তদের স্নানকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনও । সোশাল মিডিয়া পোস্টে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, বুদ্ধ পূর্ণিমা স্নান উৎসব উপলক্ষে হরিদ্বার হর কি পৌরি-সহ সমস্ত গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের বিশাল ভিড় জমেছে । মানুষ যাতে সুশৃঙ্খলভাবে গঙ্গাস্নান করে তাদের গন্তব্যে চলে যায় তা নিশ্চিত করার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে ৷ গাড়োয়াল রেঞ্জের আইজি করণ সিং নাগন্যাল বলেন, “বুদ্ধ পূর্ণিমায় স্নান করতে গঙ্গার ঘাটে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় হবে ৷ তাই তার আগে বুধবার হার কি পাউরি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে । রাত 1টা থেকে আমরা আমাদের কাজ শুরু করেছি ৷ ঘাটে যারা ঘুমোচ্ছিলেন তাদের জাগিয়ে দিয়ে অন্যত্র সরিয়ে গঙ্গাস্নানের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ভিড় সামলাতে পুলিশ মোতায়েন রয়েছে । গঙ্গা আরতি শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷” বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের আগমনের পরিপ্রেক্ষিতে পুলিশে-পুলিশে ছয়লাপ হরিদ্বার । মেলাকে সাতটি জোন ও ১৯টি সেক্টরে ভাগ করে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
Related Posts
উত্তরপ্রদেশের কানপুরে নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার ধর্মগুরু
উত্তর প্রদেশের কানপুরে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে সোনু হাফিজ নামের এক ধর্মগুরুকে গ্রেফতার করল ইউপি পুলিশ। মেয়েটি লুকিয়ে অবাঞ্চিত গর্ভধারণ রুখতে অ্যাবরশন পিল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান, ১৪ বছরের সেই নাবালিকা তিন মাসের অন্তঃসত্ত্বা। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর বাড়ির লোকেদের […]
হরিয়ানায় বাস-ট্রাভেলারের সংঘর্ষ, মৃত ৭ তীর্থযাত্রী, গুরুতর আহত ২৫
ফের হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, হরিয়ানার আম্বালায় বাস এবং ট্রাভেলারের সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন মারা গিয়েছে। প্রায় ২৫ জন গুরুতর আহত। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে। আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি তীর্থযাত্রীদের নিয়ে বৈষ্ণোদেবীর উদ্দেশ্য যাচ্ছিল। রাস্তায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে। দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ সাতজন নিহত। আহত […]
উত্তরপ্রদেশে বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত শিশু সহ ৪, আহত ৬
বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ ৷ বিকট আওয়াজে ধসে পড়ল বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু এক শিশু-সহ ৪ জনের ৷ আহত আরও ৬ জন ৷ সোমবার রাতে বাজির গুদামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নউশেরায় ৷ জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ ওই বাজির গুদামে কোনও কারণে আগুন লেগে যায় ৷ কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ […]