জওয়ানদের জন্য হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করল ডিআরডিও

দেশে সর্বপ্রথম জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করল ডিআরডিও কানপুর। সম্প্রতি বুলেটপ্রুফ জ্যাকেটের পরীক্ষা করা হয় চণ্ডীগড়ের টিবিআরএল (টার্মিনাল ব্যালেন্সটিক্স রিসার্চ ল্যাবরেটরি)–তে। ৭.৬২ x ৫৪ আরএপিআই (বিআইএস ১৭০৫১ এর ৬ স্তর) গুলির বিরুদ্ধে সুরক্ষা দিতে পারবে এই বুলেটপ্রুফ জ্যাকেট। অর্থাৎ ৬ রাউন্ড স্নাইপার–এর গুলির আঘাত থেকেও জওয়ানদের বাঁচাতে সক্ষম এই অত্যাধুনিক মানের বুলেটপ্রুফ জ্যাকেট। আইসিডবলিউ হার্ড আর্ম প্যানেলের ওজন ৪০ কেজি/এম২ এবং ৪৩ কেজি/এম২–এর কম। মনোলিথিক সিরামিক প্লেট ব্যবহার করে তৈরি হয়েছে এই জ্যাকেট যা যুদ্ধ চলাকালীন আরাম দেবে শরীরকে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দপ্তরের সচিব এবং ডিআরডিও–র চেয়ারম্যান অভিনন্দন জানিয়েছেন ডিএমএসআরডি–কে।

error: Content is protected !!