বুধবার গিয়েছিলেন হুগলি, পশ্চিম মেদিনীপুরের বন্যা-কবলিত অঞ্চলে। আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হাওড়ার উদয়রাণায়নপুর-সহ একাধিক প্লাবিত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও একেবারে হাঁটুজলে নেমে দুর্গত এলাকায় পৌঁছোন মুখ্যমন্ত্রী। রাজ্যের আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার ডিভিসি নতুন করে জল ছাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিকল্পিত বন্যা-পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ দেগে এবার গণ-আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য বাংলাকে ডোবাচ্ছে কেন্দ্র। বহুবার বলেও কোনও কাজ হয়নি। এবার বৃহত্তর আন্দোলন করব। একই সঙ্গে দুর্গতদের ত্রাণের কোনও অভাব যেন না হয় সেদিকে জেলাশাসক-পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন তিনি। ঘাটালের মতোই এদিন পাঁশকুড়াতেও জল নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ফের জল ছাড়ায় ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, রাজ্যকে বিপদে ফেলতে ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে। আর গোটা বিষয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন। বন্যার জন্য দায়ী ডিভিসি। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং মাইথন-পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিভিসি-র বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ৫ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। আগে কখনও এত জল ছাড়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, আজও নতুন করে জল ছেড়েছে ডিভিসি। দ্রুত এলাকা খালি করার নির্দেশ দিয়েছি জেলাশাসককে। যাঁদের ফসল নষ্ট হয়েছে তাঁদের শস্যবিমার টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গতদের ত্রাণের কোনও অভাব যেন না হয়। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বন্যা-কবলিত অঞ্চলের অন্তঃসত্ত্বাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাদার্স হাবে। পশ্চিম মেদিনিপুরের চন্দ্রকোনা, দাসপুর-সহ, খড়গপুর, কেশপুর, দাঁতন, ডেবরার ৪৫ জন মহিলাকে সরানো হয়েছে। এই জেলাতে ১১২টি গ্রাম প্লাবিত হয়েছে। ৪০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
Related Posts
বরানগরে বন্ধ ঘরের ভিতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নববর্ষের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনার সাক্ষী বরানগর। একটি বাড়ি থেকে তিনজনের পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নিরঞ্জন সেন নগর এলাকায় একটি বাড়ি থেকে বাবা, ছেলে ও নাতির দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মৃতদের নাম শংকর হালদার (৭০), অভিজিত হালদার ওরফে বাপ্পা (৪২), দেবপর্ণ হালদার (১৫)। আত্মহত্যা, নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে বরানগর […]
অনুব্রত হীন বীরভূম ও বোলপুর দুই আসনই রইল তৃণমূলের দখলে, জয়ী শতাব্দী রায় ও অসিত মাল
জেলবন্দি অনুব্রত মণ্ডল। তাতেও কুছপরোয়া নেই। বীরভূম রইল তৃণমূলেরই। বিপুল ব্যবধানে জয়ী শতাব্দী রায় ও অসিত মাল। বীরভূমের দুটি আসন বোলপুর ও বীরভূম। সহজেই বীরভূমে জিতেছেন সাংসদ শতাব্দী রায়। আর বোলপুরে বিপুল ব্যবধানে জিতেছেন অসিত মাল। এই নিয়ে চতুর্থবার সংসদে যাচ্ছেন শতাব্দী। অনুব্রত জেলে যাওয়ার পর একটা ‘কিন্তু’ দেখা দিয়েছিল। অনুব্রতহীন বীরভূমে দুটি আসন জিতিয়ে […]
স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল ৩ যুবক, হুগলিতে ২টি পৃথক ঘটনায় চাঞ্চল্য
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক ৷ এর মধ্যে একটা ঘটনা উত্তরপাড়ার ও একটি মগরার ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । উত্তরপাড়ায় নিখোঁজ দুই যুবকের নাম অভিমন্যু শর্মা (২৫) ও সুমন শেখর (২৯) ৷ মগরায় তলিয়ে যাওয়া যুবক হল দেবোত্তম সাহা (২২) ৷ উত্তরপাড়া ও মগরা থানার পুলিশ তিন যুবকের পরিবারে খবর […]