ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ প্রান্ত। সেখানের কিইউশু দ্বীপে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গিয়েছে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১। বৃহস্পতিবারের অই ভূমিকম্পের কম্পনের মাত্রা প্রাথমিকভাবে ৬.৯ জানিয়েছিল জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে। পরে তা ৭.১ হয়েছে বলে জানা যায়। এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে জাপানে। সতর্কতা রয়েছে পশ্চিম মিয়াজাকিতে। জাপানের আবহাওয়া সংস্থার মতে, ভূমিকম্পটি জাপানের দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর পূর্ব উপকূলে প্রায় ৩০ কিলোমিটার গভীরে কেন্দ্রীভূত হয়েছিল। ইতিমধ্যেই জাপানের সরকার পরিস্থিতির দিকে নজর রাখতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এক বিবৃতিকে উল্লেখ করে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। তবে প্রাথমিকভাবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Related Posts
রাশিয়ার সেভাস্তোপলে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরে আচমকা হামলা। আকাশ থেকে পড়া ধাতব বস্তুর আঘাতে ৩ শিশুসহ পাঁচ। আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেন থেকে হামলার সময় সৈকতে নামা পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দাদের ওপর ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইউক্রেন […]
ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এসসিও বৈঠকে আমন্ত্রণ জানাল পাকিস্তান
এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাল পাকিস্তান। বৃহস্পতিবার একথা জানালেন পাক বিদেশ দপ্তরের মুখপাত্র মুমতাজ জারা বালুচ। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।’ আগামী ১৫, ১৬ অক্টোবর ইসলামাবাদে বসতে চলেছে এসসিও সদস্যভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের বৈঠক। তবে মোদি এই শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ভারত, […]
ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ক্যাম্পে বিস্ফোরণ, মৃত ৩
ইরাকে ইরান সমর্থিত বাহিনীর সেনা ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণ। যাকে ঘিরে ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনায় অভিযোগের তির ইজরায়েলের দিকেই। এদিন ইরাকের ইসফাহান বিমানবন্দরের নিকটে বিস্ফোরণ ঘটানো বলে অভিযোগ। ঘটনায় মৃত্যুও হয়েছে ৩ জনের। যদিও ইজরায়েল সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি।