সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী কম্পনের ফলে ৮০ বার কেঁপে উঠছে তাইওয়ান। রিখটার স্কেলে সর্বোচ্চ কম্পনের তীব্রতা ৬.৩। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ৮মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৫। তার পর মঙ্গলবার সকাল পর্যন্ত বার বার ভূমিকম্প পরবর্তী কম্পনে কেঁপে উঠেছে তাইওয়ানের রাজধানী।
Related Posts
অস্ট্রিয়ার চ্যান্সেলারের সঙ্গে নৈশভোজ প্রধানমন্ত্রী মোদির
মস্কো সফর সেরে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিয়েনায় পৌঁছে সেদেশের চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে সারলেন নৈশভোজ ৷ ছবিও তুললেন কার্লের সঙ্গে ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখলেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য চ্যান্সেলারকে ধন্যবাদ ৷ আগামীকালের আলোচনার জন্য অপেক্ষা করছি ৷ ভবিষ্য়তে বিশ্বের উন্নতি স্বার্থে দুই দেশ এভাবেই একসঙ্গে চলবে ৷” এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ […]
মিজোরামে ভয়াবহ আকার নিয়েছে আফ্রিকান সোয়াইন ফিভার, মৃত ৫ হাজার ৪৩০, জবাই আরও ১০ হাজার ৩০০টি শূকর
মিজ়োরামে ফের ভয়াবহ আকার নিয়েছে আফ্রিকান সোয়াইন ফিভার। পরিস্থিতি এমনই যে মিজোরামের বিভিন্ন জেলায় রোজ শ’য়ে শ’য়ে শূকর মারা যাচ্ছে।২০ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন মিজোরামের শূকর চাষী এবং পালনকারীরা। ফিভারের কোপে ইতিমধ্যেই মারা গিয়েছে ৫,৪৩০ টিরও বেশি শূকর। আর এখনও পর্যন্ত ১০,৩০০ টিরও বেশি আক্রান্ত শূকরকে মেরে ফেলা হয়েছে, বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পশুপালন […]