পুর নিয়োগ দুর্নীতিতে প্রথম চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করল ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, করোনাকালে একই দিনে দক্ষিণ দমদম পুরসভায় ২৯ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। সেই সময় পুরপ্রধান ছিলেন পাঁচু রায়। তবে ওই নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে ইডি। চার্জশিট পেশ করে তদন্তকারীরা জানিয়েছেন, ২০২০ সালে করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তখন পুরপ্রধান ছিলেন তৃণমূলের পাঁচু রায়। একই দিনে ২৯ জন পুরসভায় যোগদান করেন। দেখা যাচ্ছে, যেদিন ওই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেদিনই নিয়োগপত্র পান ২৯ জন। একই দিনে চাকরিতে যোগদানও করেন সবাই। ইডির প্রশ্ন তাহলে চাকরিতে নিয়োগের আগে নিয়ম মেনে মূল্যায়ণ হল কবে? এদিন পেশ করা চার্জশিটে পাঁচু রায় ছাড়াও অয়ন শীলের নাম উল্লেখ করেছে ইডি। তবে এই দুর্নীতিতে তার কী ভূমিকা তা এখনও স্পষ্ট নয়। ইডি জানিয়েছে এই নিয়োগের পিছনে কী আর্থিক লেনদেন রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুর নিয়োগ দুর্নীতিতে প্রথম চার্জশিট পেশ করে বিস্ফোরক দাবি করল ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, করোনাকালে একই দিনে দক্ষিণ দমদম পুরসভায় ২৯ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। সেই সময় পুরপ্রধান ছিলেন পাঁচু রায়। তবে ওই নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে ইডি। চার্জশিট পেশ করে তদন্তকারীরা জানিয়েছেন, ২০২০ সালে করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তখন পুরপ্রধান ছিলেন তৃণমূলের পাঁচু রায়। একই দিনে ২৯ জন পুরসভায় যোগদান করেন। দেখা যাচ্ছে, যেদিন ওই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেদিনই নিয়োগপত্র পান ২৯ জন। একই দিনে চাকরিতে যোগদানও করেন সবাই। ইডির প্রশ্ন তাহলে চাকরিতে নিয়োগের আগে নিয়ম মেনে মূল্যায়ণ হল কবে?
Related Posts
এনআইএ অফিসারদের গ্রেফতার নয়, রক্ষাকবচ দিলেন কলকাতা হাইকোর্ট
ভূপতিনগরকাণ্ডে আপাতত স্বস্তি এনআই-এ অফিসারদের। ভূপতিনগর কাণ্ডে NIA অফিসারদের গ্রেফতার নয়৷ রক্ষাকবচ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কেস নং ১৪০/২০২৪ ভূপতিনগর থানার তদন্ত চলবে । ভিডিও কনফারেন্সে NIA অফিসারদের জিজ্ঞাসাবাদে অনুমতি পুলিশকে। ৪৮ ঘন্টা আগে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। ২ সপ্তাহ পর পরবর্তী শুনানি। ভূপতিনগরে […]
মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষ হতেই সল্টলেকের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থল থেকে খোলা হল বাঁশ, সরল স্ট্যান্ড ফ্যান!
মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের একটানা আড়াই ঘণ্টা ধরে বৈঠক চলল নবান্নে। বুধবার সেই বৈঠকের পর যখন নবান্নে মিনিটস লেখার কাজ চলছে, তখন সল্টলেকের ধরনা মঞ্চের ছবিটা পাল্টাতে শুরু করেছে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক শেষ হতেই সল্টলেকে জুনিয়র চিকিৎসকদের অবস্থানস্থল থেকে আসতে আসতে ফাঁকা হচ্ছে মঞ্চ। খোলা হচ্ছে বাঁশ। সমস্ত স্ট্যান্ড ফ্যান সরে গেল। […]
ধৃত সঞ্জয় রাইয়ের আরও একটি কীর্তি প্রকাশ্যে, তাঁকে মানসিক রোগী বলে সন্দেহ করছেন সিবিআই গোয়েন্দারা
আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রাইয়ের আরও এক কীর্তি সামনে এলো। তাকে এবার মানসিক রোগী বলে সন্দেহ করছেন সিবিআই গোয়েন্দারা। ঘটনার রাতে এক মহিলার সঙ্গে ফোনে কথা বলে সঞ্জয় রাই। সেখানেও আরও এক কীর্তি। সূত্রের খবর ঘটনার রাতে এক মহিলাকে ভিডিও কল করে ধৃত সঞ্জয় । সেই ভিডিও কলে সে ওই মহিলাকে জামাকাপাড় […]