সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই আগুন লাগল নিজাম প্যালেসে ৷ জানা গিয়েছে, নিজাম প্যালেসের ৬ তলায় আগুন লেগেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন ৷ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে আনা হয়েছে ৷ কিছুক্ষণ পর সেখান থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করবে সিবিআই । ঠিক তার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ৷ দমকল সূত্রে খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে । কী থেকে আগুন লাগল, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি দমকল ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজাম প্যালেসের ছ’তলায় যে অফিসার্স কোয়ার্টার রয়েছে, সেখানেই আগুনের ঝলক দেখতে পান কর্মীরা ৷ তাঁরা ভয় নেমে তাড়াতাড়ি করে নীচে নেমে আসেন ৷ সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী ৷ ফলে সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যান । খবর দেওয়া হয় ভবানীপুর থানায় ও দমকলে । খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী ৷
Related Posts
এবার শ্লীলতাহানির শিকার তরুণী নার্স, সিসিটিভির সূত্রে ধরে গ্রেফতার যুবক
রাজারহাট নিউ টাউনে সোমবার ভর সন্ধ্যেয় এক নার্সকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল এবার। এ ব্যাপারে ওই তরুণী বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত আজিজ মোল্লার বাড়ি পাথরঘাটা এলাকায়। ধৃতকে মঙ্গলবার বারাসাত মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্য়ায় নিউ টাউন […]
‘পদের কলঙ্ক আপনি, হিম্মত থাকলে করিডরের ভিডিও সামনে আনুন’, শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যপালকে চ্যালেঞ্জ অভিষেকের
‘রাজ্যপালের এত ভয় কেন? অভিযোগকারীণিকে আরও অসম্মানিত করেছেন। করিডরের ভিডিও দেখান হিম্মত থাকলে। আপনি আইনের উপরে। আপনার মেয়ের থেকে ছোট, তাকে শ্লীলতাহানি করছেন। কেবিন থেকে বেরনোর সিসিটিভি ফুটেজ দেখান। রাজ্যপাল পদের কলঙ্ক আপনি। চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করছেন। আমি আইনের উপরে নেই। রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত।’ এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরজি কর হাসপাতালের ঘটনায় এসিপি নর্থ–কে অপসারণ, কড়া সিদ্ধান্ত পুলিশ কমিশনারের
মহিলা চিকিত্সককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ চলছে আরজি কর হাসপাতাল চত্বরে। এই আবহেই আজ, রবিবার হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যে সেমিনার হলে ঘটনাটি ঘটেছে সেখানে পৌঁছলেন তিনি। নগরপালের সঙ্গেই ঘটনাস্থলে এলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। হাসপাতালের জরুরি বিভাগ এবং সেমিনার হল পরিদর্শন করলেন নগরপাল। আরজিকর কাণ্ডের জেরে এবার পড়ুয়াদের দাবি মেনে এসিপি নর্থ […]