হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেখানে নাম রয়েছে সেই রাজ্যের প্রাক্তন কারা দপ্তরের আধিকারিক সুনীল সাঙ্গোয়ানের। ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত ‘ডেরা সচ্চা সৌদা’-র প্রধান রাম রহিমকে ছ’বার প্যারোলে মুক্তি দিয়েছিলেন তিনি। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সূত্রের খবর, দাদরি আসন থেকে প্রার্থী হয়েছেন সুনীল। এই আসনেই নির্দল প্রার্থী হিসেবে ২০১৯ সালে লড়াই করেছিলেন প্রাক্তন বিজেপি নেতা সোমবীর সাঙ্গোয়ান। ২০১৯ সালে দাদরি থেকে ববিতা ফোগটকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি। এরপরেই সোমবীর বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে মনোহরলাল খট্টর যখন সরেছিলেন সেই সময় তিনজন নির্দল বিধায়ক সমর্থন করেছিলেন কংগ্রেসকে। তাঁদের একজন ছিলেন সোমবীর। রাজনৈতিক মহলে ফিসফাস, তাঁকে দাদরির আসন থেকে টিকিট দিলে কংগ্রেসে যোগদান করতে পারেন তিনি। সম্প্রতি হরিয়ানার জন্য ৬৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেখানেই নাম ছিল রাম রহিমের প্যারোল একাধিকবার মঞ্জুর করা প্রাক্তন কারা কর্তার। রাম রহিমের প্যারোল নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। স্বঘোষিত এই ধর্মগুরু গত মাসেও ২১ দিনের প্যারোল পান। গত চার বছরে ১০ বার তিনি প্যারোল পেয়েছেন।
Related Posts
‘নরেন্দ্র মোদিকে অন্যান্য পদ্ধতিতে অপসারণ করা হবে, যদি পদত্যাগ না করেন,’প্রধানমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর
প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী আবারও সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী যদি তার ৭৫ তম জন্মদিনের মধ্যে তার অবসর ঘোষণা না করেন তবে তাকে “অন্য উপায়ে” তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর পোস্ট করে লেখেন , ‘যদি মোদি, আরএসএস প্রচারকের সংস্কারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না […]
মহিলাদের সঙ্গে ‘অপরাধ’, প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিওকাণ্ডে ‘মোদি চুপ কেন’? তোপ রাহুলের
প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিওকাণ্ডে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাহুল । প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিওকাণ্ডে ‘নরেন্দ্র মোদি কেন চুপ করে রয়েছেন’ তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। কর্ণাটকে মহিলাদের সঙ্গে যা হয়েছে, তার ‘উত্তর’ নরেন্দ্র মোদিকে দিতে হবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। শুধুমাত্র […]
তেলেঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৫
তেলেঙ্গানার রাসয়নিক কারখানায় বিস্ফোরণ ৷ বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কমপক্ষে ৫ জনের। একটি সূত্রের দাবি আরও ৮-৯ জন কারখানার ভিতরেই আটকে রয়েছেন। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। জানা গিয়েছে, বিকেব ৫টা নাগাদ কারখানায় একটি বিস্ফোরণ হয়। তার জেরেই এত মানুষের প্রাণ গিয়েছে। মৃত শ্রমিকদের মধ্যে ৪ জনের বাড়ি বিহারে। পুলিশ […]