ধর্ষণে সাজাপ্রাপ্ত রাম রহিমকে ৬বার প্যারোলে মুক্তি দিয়ে ছিলেন প্রাক্তন এই কারা আধিকারিক! তিনিই এবার হরিয়ানার বিজেপি প্রার্থী

হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেখানে নাম রয়েছে সেই রাজ্যের প্রাক্তন কারা দপ্তরের আধিকারিক সুনীল সাঙ্গোয়ানের। ধর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত ‘ডেরা সচ্চা সৌদা’-র প্রধান রাম রহিমকে ছ’বার প্যারোলে মুক্তি দিয়েছিলেন তিনি। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সূত্রের খবর, দাদরি আসন থেকে প্রার্থী হয়েছেন সুনীল। এই আসনেই নির্দল প্রার্থী হিসেবে ২০১৯ সালে লড়াই করেছিলেন প্রাক্তন বিজেপি নেতা সোমবীর সাঙ্গোয়ান। ২০১৯ সালে দাদরি থেকে ববিতা ফোগটকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি। এরপরেই সোমবীর বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে মনোহরলাল খট্টর যখন সরেছিলেন সেই সময় তিনজন নির্দল বিধায়ক সমর্থন করেছিলেন কংগ্রেসকে। তাঁদের একজন ছিলেন সোমবীর। রাজনৈতিক মহলে ফিসফাস, তাঁকে দাদরির আসন থেকে টিকিট দিলে কংগ্রেসে যোগদান করতে পারেন তিনি। সম্প্রতি হরিয়ানার জন্য ৬৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেখানেই নাম ছিল রাম রহিমের প্যারোল একাধিকবার মঞ্জুর করা প্রাক্তন কারা কর্তার। রাম রহিমের প্যারোল নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। স্বঘোষিত এই ধর্মগুরু গত মাসেও ২১ দিনের প্যারোল পান। গত চার বছরে ১০ বার তিনি প্যারোল পেয়েছেন।

error: Content is protected !!