এবারের লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন বিধায়ক জিতে সাংসদ হয়েছেন। তাই তাঁদের পদ খালি হয়েছে। আবার সদ্য অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর অভব্য আচরণের জন্য। সেক্ষেত্রে কারা দফতরের মন্ত্রী নেই। নতুন করে মোট ৬ জন বিধায়ক জিতে এসেছেন। তাই মন্ত্রিসভার রদবদল করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তা ফেলে রেখেছিলেন। গত ১০ জুলাই এই ফাইল নবান্ন থেকে এসে ছিল রাজভবনে। এবার ২৭ দিন পর সেই ফাইলে সই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে মঙ্গলবার রাজ্যপালের সই করা ফাইল পৌঁছে গিয়েছে নবান্নে। দুটি দফতরের মন্ত্রী রদবদল হবে বলে সূত্রের খবর। রাজ্যপাল সিভি আনন্দ বোস ফাইলে সই করে দেওয়ায় মন্ত্রিসভায় রদবদল এখন শুধু সময়ের অপেক্ষা। নবান্ন সূত্রে খবর, কয়েকটি দফতরের রদবদল হতে পারে। সেক্ষেত্রে দু’একজন মন্ত্রীর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আবার দু’একটি দফতরে সামান্য রদবদলও হতে পারে। সদ্য কারামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন অখিল গিরি। সোমবার ওই ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সুতরাং কার ভাগ্যে কোন দফতর যাবে, কে কোন দফতরের মন্ত্রী হবেন সেটা কদিনের মধ্যেই জানা যাবে।অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৯ অগস্ট ঝাড়গ্রাম সফরে যাবেন। সেখানে যাওয়ার আগে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। আবার ঝাড়গ্রাম সফর থেকে ফিরে রদবদলের কথা ঘোষণা করতে পারেন। এই দুটি সম্ভাবনার কথাই শোনা গিয়েছে নবান্ন থেকে। শীঘ্রই নবান্নের পক্ষ থেকে রদবদল নিয়ে অর্ডার করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। পার্থ ভৌমিক সাংসদ হয়ে যাওয়ায় সেচ দফতরের মন্ত্রী হতে চলেছেন মানস ভুঁইয়া বলে সূত্রের খবর। আর কারামন্ত্রী কে হতে পারেন সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একপক্ষ বলছেন, উত্তম বারিক। অন্যপক্ষ বলছেন, যে ৬ জন বিধায়ক জিতে এসেছেন তাঁদের মধ্যে থেকে কেউ হতে পারেন।
Related Posts
আজ ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, শেষ দফার প্রচারে কলকাতায় রোড শো ও জোড়া সভা মোদির
শেষ দফা ভোটের আগে প্রচারে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার একদিকে প্রধানমন্ত্রীর যেমন জোড়া সভা রয়েছে পাশাপাশি কলকাতায় রোড শোও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর আড়াইটেয় বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে প্রথম সভা মোদির। এরপর যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে দ্বিতীয় জনসভা করবেন নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবারের তিনটি রাজনৈতিক কর্মসূচির মধ্যে একেবারে শেষে কলকাতায় […]
‘আমরা যোগ্যেরা কী দোষ করলাম? যোগ্য-অযোগ্য এক ফল? সিবিআই তবে করল কী?’প্রশ্ন চাকরিহারাদের
এতদিন শহীদ মিনারে চাকরির দাবিতে ধর্না হচ্ছিল। আর এবার ন্যায় বিচারের দাবিতে ধর্নায় বসেছেন চাকরিহারাদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন প্রায় ২৬ হাজার জন। হাইকোর্টের প্রায় ৩০০ পাতার একটি রায়ে চাকরিচ্যুত হয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। মঙ্গলবার ন্যায় বিচারের দাবিতে তাঁদেরই কয়েকজন শহীদ মিনারের সামনে ধর্নায় বসেছেন। জানা গেছে, তারা ধর্নার পাশাপাশি সুপ্রিম […]
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল বোসের মানহানি মামলা শুনানি শেষ, স্থগিত রায়দান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মানহানি মামলা দায়ের করেন। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষ। দুপক্ষের সওয়াল জবাব শুনে কোনও মন্তব্য করেননি বিচারপতি। আপাতত স্থগিত রায়দান। লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। এই […]