দিল্লিতে এক জিম মালিককে গুলি করে হত্যা করল দুই আততায়ী। বৃহস্পতিবার রাতে, দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাদির শাহ, আফগান বংশোদ্ভূত ওই ব্যক্তি দিল্লির সিআর পার্কে বসবাস করতেন। ঘটনার দিন মোটরসাইকেল করে এসে ওই দুই আততায়ী খুব কাছ থেকে তাঁকে পর পর একের পর এক গুলি ছুড়তে থাকেন। ফলে, ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ সূত্রে খবর, ১০টা বেজে ৪৫ মিনিট নাগাদ তাঁদের কাছে খবর আসে এই গুলি চালনার কথা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার সময় একাধিকবার গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক ফাঁকা কার্তুজ উদ্ধার হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান জানান, ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সম্ভাব্য সমস্ত দিক গুলি খতিয়ে দেখছে। তিনি জানান, ” পিসিআরে আমরা রাত ১০টা বেজে ৪৫ নাগাদ গুলি চালনা ঘটনার খবর পাই। গুলি চালনার ঘটনা আমরা খবর পাই ই ব্লকের গ্রেটার কৈলাস এলাকায়। নাদির শাহ নামে এক জিম মালিককে গুলি করে হত্যা করা হয়েছে।”
Related Posts
সামনের বছরেই মুম্বই-দিল্লি-কলকাতা রুটে চালু হচ্ছে কবচ সিস্টেম, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানিয়েছেন স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (এটিপি) বা কবচ সিস্টেম বসানোর কাজ করছে রেল। কোন রুটে কবের মধ্য়ে এই কাজ শেষ হবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। দিল্লি-কলকাতা এবং দিল্লি-মুম্বই রেলপথে কবচ বসানোর কাজ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরালে অ্যান্টি-কলিশন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ নিরাপদ করার লক্ষ্য। দিল্লি-মুম্বই এবং […]
মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুসরণে মহারাষ্ট্রেও মহিলাদের জন্য মাসিক ভাতা, ঘোষণা বাজেটে
বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্রেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প৷ ভোটের আগে শেষ বাজেটে মহারাষ্ট্রের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা ঘোষণা করল একনাথ শিন্ডে সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার৷ পাওয়ার জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই প্রকল্প […]
প্রয়াত বিএসপি নেতা আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন
প্রয়াত বিএসপি নেতা কে আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি দিলেন দোষীদের উপযুক্ত শাস্তির। স্ট্যালিনের আগে পুলিশ কমিশনার সন্দীপ রাই রাঠোর দেখা করেন আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে। বিপক্ষ দলের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। এদিন দেখা করার পর স্ট্যালিং লেখেন, দোষীরা উপযুক্ত […]