দিল্লিতে গুলি করে খুন জিম মালিক

দিল্লিতে এক জিম মালিককে গুলি করে হত্যা করল দুই আততায়ী। বৃহস্পতিবার রাতে, দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাদির শাহ, আফগান বংশোদ্ভূত ওই ব্যক্তি দিল্লির সিআর পার্কে বসবাস করতেন। ঘটনার দিন মোটরসাইকেল করে এসে ওই দুই আততায়ী খুব কাছ থেকে তাঁকে পর পর একের পর এক গুলি ছুড়তে থাকেন। ফলে, ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ সূত্রে খবর, ১০টা বেজে ৪৫ মিনিট নাগাদ তাঁদের কাছে খবর আসে এই গুলি চালনার কথা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার সময় একাধিকবার গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক ফাঁকা কার্তুজ উদ্ধার হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান জানান, ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে, তদন্ত চলছে। পুলিশ সম্ভাব্য সমস্ত দিক গুলি খতিয়ে দেখছে। তিনি জানান, ” পিসিআরে আমরা রাত ১০টা বেজে ৪৫ নাগাদ গুলি চালনা ঘটনার খবর পাই। গুলি চালনার ঘটনা আমরা খবর পাই ই ব্লকের গ্রেটার কৈলাস এলাকায়। নাদির শাহ নামে এক জিম মালিককে গুলি করে হত্যা করা হয়েছে।”

error: Content is protected !!