২৫ কোটি টাকার হেরোইন সহ আটক ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার দুই যুবক। সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার দাম ছড়া থানা এলাকায় দুই যুবককে আটক করা হয়। একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়। ওই গাড়িতেই হেরোইন পাচার হচ্ছিল। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানপদ চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে চালানো হয় তল্লাশি অভিযান। জানা গেছে বাজেয়াপ্ত হওয়া হেরোইনের পরিমাণ প্রায় ২ কেজি ১৫০ গ্রাম। গাড়িতে থাকা দুই যুবক শহিদুল রহমান ও জসিমউদ্দিনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ত্রিপুরার সোনামুড়া এলাকায়। পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে হেরোইন কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। আর কারা এই পাচারের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। দু’জনকে মঙ্গলবার আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
Related Posts
অসমে ফের গণধর্ষণের শিকার নাবালিকা
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি সারা দেশ সরব হয়েছে। কিন্তু এর মধ্যেও দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা। আর তার মধ্যে বারেবারে উঠছে অসমের নাম। প্রতিবেশী এই রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বৃহস্পতিবারের পর ফের শুক্রবারও গণধর্ষণের শিকার হতে হল এক নাবালিকাকে। এবারও ঘটনাস্থল সেই নাগাঁও জেলাই। বৃহস্পতিবারেও এই জেলাতেই গণধর্ষণের শিকার হয়েছিল […]
মদ্যপান নিয়ে নিত্যদিন অশান্তি, মত্ত অবস্থায় স্ত্রী, ২ সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক
ঝাড়খন্ডঃ মদ্যপান নিয়ে নিত্যদিন অশান্তি। মত্ত অবস্থায় স্ত্রী, দুই সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক। মঙ্গলবার ঘাতক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার গভীর রাতে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার লুদ্রাবাসা গ্রামে। রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরেছিল গুরুচরণ পাড়িয়া। মদ্যপান নিয়ে ফের স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয়। সেই সময় সামনে এক ও পাঁচ […]
বারাণসীতে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি
স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে মাত্র দেড় লক্ষ ভোটে জয়ী, সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী রায়বরেলিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন। শেষ খবর পাওয়া অবধি, রায়বরেলি থেকে ৪ লক্ষের বেশি ভোটে বিজেপির দীনেশ সিংহকে হারিয়ে দিলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি পেয়েছেন ৬০৮,২০১ ভোট, পাল্টা অজয় রাই পেয়েছেন ৪৫৭,৭৭৮ ভোট।