দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ। ভোটমুখী ভারতে কেন্দ্রীয় এজেন্সির দুই পদক্ষেপ নিয়ে এবার পরোক্ষে উদ্বেগপ্রকাশ করল খোদ রাষ্ট্রসংঘ। তাদের বক্তব্য, “আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে।” দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। জার্মানির বক্তব্য ছিল, “যে কোনও অভিযুক্তের মতোই অরবিন্দ কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের অধিকারী। কোনও বিধিনিষেধ ছাড়াই তিনি যেন সব ধরনের আইনি রাস্তায় যেতে পারেন। সেটাই আমাদের প্রত্যশা।” একই সুরে ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে আমেরিকাও। মার্কিন বিদেশমন্ত্রক আবার বলে দেয়, কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়টি তাদের নজরাধীন রয়েছে। আপ সুপ্রিমোর বিচার যেন ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও সময়োপযোগী হয়। এবার খোদ রাষ্ট্রসংঘ খানিকটা জার্মানি এবং আমেরিকার সুরে দিল্লির উপর চাপ বাড়ানোর কৌশল নিল। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিচ বললেন,”আমরা ভীষণভাবে আশাবাদী যে ভারত বা যে যে দেশে নির্বাচন হচ্ছে, সেখানেই সবার অধিকার সুরক্ষিত থাকবে। এর মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের বিষয়টি রয়েছে, তেমনই রয়েছে সামাজিক অধিকার। আমরা চাই, সবাই যেন নির্ভয়ে সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
Related Posts
কুয়েতে একটি ৬তলা বিল্ডিং-এ ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪০ জনেরও বেশি ভারতীয় নিহত
বুধবার কুয়েতের আহমাদি প্রদেশের মাঙ্গাফ ব্লকে একটি ছয় তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ মালয়ালীসহ অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, হতাহতের মধ্যে ভারতের অন্যান্য রাজ্য যেমন তামিলনাড়ু এবং উত্তর প্রদেশের লোকজনও রয়েছে। মৃতদের মধ্যে ওয়ুর, কোল্লামের 33 বছর বয়সী উমরুদ্দিন শামিরও রয়েছে। আইসিইউতে রাখা ৩৫ জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভেন্টিলেটর […]
অভিবাসী-বিরোধী বিক্ষোভে জ্বলছে ব্রিটেন, কড়া বার্তা প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার
অভিবাসন বিরোধী আন্দোলন ঘিরে ভয়াবহ হিংসায় জ্বলছে ব্রিটেন। শহরের জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এবার কড়া বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। জানালেন, অতি ডানপন্থীরা গায়ের রং দেখে সাধারণ মানুষকে টার্গেট করছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাঁদের কাউকে রেহাত করা হবে না। গোটা […]
ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ক্যাম্পে বিস্ফোরণ, মৃত ৩
ইরাকে ইরান সমর্থিত বাহিনীর সেনা ক্যাম্পে ভয়াবহ বিস্ফোরণ। যাকে ঘিরে ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনায় অভিযোগের তির ইজরায়েলের দিকেই। এদিন ইরাকের ইসফাহান বিমানবন্দরের নিকটে বিস্ফোরণ ঘটানো বলে অভিযোগ। ঘটনায় মৃত্যুও হয়েছে ৩ জনের। যদিও ইজরায়েল সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি।