হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল, হাওড়ায় অস্ত্র হাতেই হল বিজেপির রামনবমীর মিছিল, বাজল ডিজেও

শর্ত সাপেক্ষে আদর্শ আচরণ বিধি লাগু থাকার মধ্যে রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ রয়েছে, মিছিলে অস্ত্র নেওয়া যাবে না। কিন্তু কার্যত আদালতের নির্দেশ উপেক্ষা করেই অস্ত্র হাতে হাওড়ায় হল রামনবমীর মিছিল। তলোয়ার হাতে হাওড়ায় হল শোভাযাত্রা। মিছিলে সামিল বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। মধ্য হাওড়ায় রামনবমীর মিছিলে সামিল ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। ছিল বিজেপি জেলা নেতৃত্ব। সেই মিছিলেই ধরা পড়ে তলোয়ার হাতে মিছিল করা হয়। রীতিমতো অস্ত্র উঁচিয়েই মিছিলে হাঁটতে দেখা যায়। এমনকি বাজে ডিজেও। ডিজে-তেও নিষেধাজ্ঞা ছিল আদালতের।

error: Content is protected !!