মহারাষ্ট্রের নাসিকে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান

মহারাষ্ট্রের নাসিকে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধবিমান ৷ মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ৷ নাসিক রেঞ্জের স্পেশাল ইনস্পেক্টর জেনারেল ডিআর করালে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাইলট এবং সহ-পাইলট নিরাপদে ওই যুদ্ধবিমান থেকে বেরিয়ে পড়তে সক্ষম হয়েছেন ৷ তাঁরা সামান্য আহত হয়েছেন ৷ আইপিএস অফিসার জানিয়েছেন, শিরসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি ভেঙে পড়ে ৷ যুদ্ধবিমানটি উইং কমান্ডার বকিল এবং তাঁর সেকেন্ড ইন কমান্ড বিশ্বাস ওড়াচ্ছিলেন ৷ মঙ্গলবার দুপুর ১ টা ২০ মিনিট নাগাদ তহসিলের শিরসগাঁও গ্রামের একটি খামারে বিমানটি ভেঙে পড়ে ৷

error: Content is protected !!