এজেন্সি দিয়ে বিরোধীদল এবং বিরোধীদের সরকার ভাঙার কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! আর এই কাণ্ডের সঙ্গে আরএসএস কি একমত ? এমনই প্রশ্ন তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এও প্রশ্ন করেন, আদবানি অবসর নিতে পারলে মোদি নন কেন ? দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর যন্তর মন্তরে তাঁর প্রথম ‘জনতা কি আদালত’ জনসভা থেকে কেজরিওয়াল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে পাঁচটি প্রশ্ন করেন ৷ যার মধ্যে রয়েছে বয়স-বিতর্কের বিষয়টিও। কেজরি জানতে চান, আদবানিকে বয়সের কারণে রাজনীতি থেকে অবসর নিতে হয়েছে। সেই নীতি কি মোদির ক্ষেত্রেও প্রযোজ্য ? এছাড়া কোনও নেতা দুর্নীতিতে জড়িয়ে আছেন জানার পরও তাঁকে বিজেপিতে নেওয়া হচ্ছে। এই রাজনীতির সঙ্গে ভগবত সহমত কিনা সেটাও জানতে চান কেজরিওয়াল। বিজেপি সভাপতি জেপি নাড্ডা লোকসভা নির্বাচনের আগে দাবি করেন, বিজেপি নিজেই নিজের কাজ করতে সক্ষম। আরএসএসের নিজের কাজ করে ! এই প্রসঙ্গে ভাগবত কী ভাবছেন তাও জানতে চান কেজরি। আবগারি দুর্নীতির মামলায় পাঁচ মাসেরও বেশি সময় জেলে থাকার পর ১৩ সেপ্টেম্বর তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ এরপরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দেন ৷ নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন অতিশী ৷ কেজরিওয়াল জোর দিয়ে জানিয়েছেন,ক্ষ মতা বা পদের লোভে নয়, দেশের সেবা করার জন্যই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি পদত্যাগ করেছিলেন কারণ তিনি তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে মর্মাহত হয়েছেন ৷ একই সঙ্গে তিনি যোগ করেছেন, গত ১০ বছরে কেবল অর্থ নয়, মূলত সম্মান অর্জন করেছেন। কেজরিওয়াল এও জানান, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন তার জন্য কার্যত একটি ‘অগ্নি পরীক্ষা’র সমান ৷ মানুষ যদি তাঁকে অসৎ বলে মনে করে তবে তাঁকে ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছে কেজরিওয়াল। আপ সুপ্রিমো যোগ করেছেন, তিনি নবরাত্রির পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন তা খালি করে দেবেন ৷ এরপরই তিনি আমজনসাধারণের মধ্যেই মিশে যাবেন বলেও জানান কেজরিওয়াল ৷
Related Posts
উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হবে ন্যাশনাল সিকিউরিটি গার্ড হাব
উত্তরপ্রদেশের অযোধ্যায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) একটি হাব তৈরি করা হবে। গত তিন দিনে কাশ্মীরে তিনটি সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে স্পর্শকাতর এলাকার নিরাপত্তার ওপর জোর দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় সবচেয়ে আলোচিত হয়েছে অযোধ্যা। অযোধ্যার রাম জন্মভূমিতে মন্দির তৈরির পর থেকেই ওই জায়গার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাম মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী […]
বারাণসীতে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি
স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে মাত্র দেড় লক্ষ ভোটে জয়ী, সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী রায়বরেলিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন। শেষ খবর পাওয়া অবধি, রায়বরেলি থেকে ৪ লক্ষের বেশি ভোটে বিজেপির দীনেশ সিংহকে হারিয়ে দিলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি পেয়েছেন ৬০৮,২০১ ভোট, পাল্টা অজয় রাই পেয়েছেন ৪৫৭,৭৭৮ ভোট।
আমি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেব না: স্বাতী মালিওয়াল
আগামীকাল, শনিবার নয়াদিল্লিতে ভোটগ্রহণ। তার ঠিক আগে বৃহস্পতিবার স্বাতী মালিওয়ালের হেনস্তা কাণ্ডে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছল। আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালের অভিযোগ, গত ১৩ মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ড্রয়িং রুমে তাঁকে হেনস্তা করেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব বৈভব কুমার। আর তখন বাড়িতেই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। মালিওয়াল সাফ জানিয়ে দেন, আপের রাজ্যসভার সদস্যপদ ছাড়ার প্রশ্নই […]