ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম। রবিবার রাত পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আরও আটজন প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় এখনও পর্যন্ত অসমে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭৮ জন। বন্যার পাশাপাশি ধস ও ঝড় তাদের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৮ টি জেলার ২২ লক্ষেরও বেশি মানুষ। যার মধ্যে শুধুমাত্র ধুবড়ি জেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে সাত লক্ষের বেশি মানুষ, যা অসমের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, রবিবার যে ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ধুবড়ি এবং নলবাড়ি থেকে দুজন করে এবং কাছাড়, গোয়ালপাড়া, ধেমাজি ও শিবসাগর থেকে একটি করে মৃত্যুর ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের ২৮ টি জেলার ৩,৪৪৬টি গ্রামের ২২ লক্ষ ৭৪ হাজার ২৮৯ জন মানুষ। ধুবড়ি পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলা। এই জেলায় ১ লক্ষ ৭৭ হাজার ৯২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরেই রয়েছে বারপেটা জেলা। এখানে ১ লক্ষ ৩৪ হাজার ৩২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যেই বন্যা দুর্গতদের সাহায্য এবং উদ্ধারের জন্য তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে প্রশাসন। বন্যা পীড়িতদের সাহায্যে রাজ্যে মোট ২৬৯ টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ৫৩,৬৮৯ জন মানুষ। এছাড়া আরও ৩৬১ ত্রাণ কেন্দ্রের সাহায্যে ৩ লক্ষ ১৫ হাজার ৫২০ জন মানুষকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। যার মধ্যে রয়েছে খাদ্য থেকে শুরু করে ওষুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
Related Posts
প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল
সোমবার সিআইএসসিই আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হল। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ এবং দ্বাদশের পরীক্ষা শেষের ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে রাজ্য। এ বার দু’টি পরীক্ষাতেই রাজ্যের ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। ২০২৪-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৯.২২ […]
নির্বাচনী আচরণ বিধি আপাতত শিকেয়! মোদির ধ্যানের জেরে ৩ দিন রুজি-রুটিতে কোপ ৫ হাজার মৎসজীবীর
ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী মোদি। পাহারায় দাঁড়িয়ে দু’হাজার পুলিশ কর্মী। সম্প্রচারিত হবে ধ্যানের লাইভ ভিডিয়ো। আর গোটা কর্মযজ্ঞ যখন চলছে তখন বাকি, শেষ দফার নির্বাচন। কলকাতার ভোটাররা এখনও ভাবছেন, ইভিএম এ কার নামের বোতাম চাপবেন তারা। এমন অবস্থায় কলকাতায় এসে নির্বাচনী প্রচার সেরে, স্বামী বিবেকানন্দের বাড়িতে ঘুরে গেছেন মোদি। তারপরই জানিয়েছেন, শেষ দফার আগে কন্যাকুমারির নির্জন […]
অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীদের হস্টেলে শৌচাগারে গোপন ক্যামেরা
ছাত্রীদের হস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরা! এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তাল হল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুড়লাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজ। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। ছাত্রীদের অভিযোগ, গোপন ক্যামেরায় ভিডিও রেকর্ড করে তা বাইরে বিক্রি করা হতো। এমনভাবে কয়েকশো ভিডিও রেকর্ড করা হয়েছে। আর এই ঘটনায় জড়িত কলেজেরই দুই ছাত্র। ঘটনার কথা প্রকাশ্যে […]