বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গো রক্ষকদের দ্বারা পিটিয়ে মারার অভিযোগ উঠলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। গত ২৭ অগাষ্ট ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। অভিযোগ উঠেছে স্থানীয় ‘গো রক্ষা’ কমিটির দিকে। হরিয়ানার বধরা থানায় এবিষয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাগির মল্লিক পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। গত ২৭ অগাষ্ট তিনি গো মাংস ভক্ষণ করেছেন এই সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে হরিয়ানার পুলিশ আট জনকে গ্রেফতার করেছে বলে খবর। যদিও মৃত সাগিরের পরিবারের দাবি, সাগির কখনই গো মাংস ভক্ষণ করেননি বা তাঁর পরিবারের কেউ গরুর মাংস ভক্ষণ করেন না। শুক্রবার সাগিরের কফিনবন্দি দেহ বাসন্তিতে তাঁর বাড়িতে পৌঁছায়। এদিন বিকেলে তাঁকে কবরে সমাহিত করা হয়। এবিষয়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ মৃত সাগিরের ভাই বাবুর আলি মল্লিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মৃত সাগিরের বাড়িতে বৃদ্ধ বাবা-মা ছাড়াও আছে ভাই, বোন এবং স্ত্রী ও তিন বছরের একটি সন্তান। বাসন্তি পঞ্চায়েতের প্রধান শ্রীদাম মণ্ডল এদিন জানান, পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে অনেকেই বিভিন্ন রাজ্যে যান। কিন্তু এই ধরনের ঘটনায় তিনি স্তম্ভিত ও মর্মাহত।
Related Posts
‘নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে বর্বর অত্যাচারে অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি, শিশুকন্যাকেও যৌন নির্যাতন’, নির্যাতিতা পাশে তৃণমূলের প্রতিনিধি দল
নন্দীগ্রামের গোকুলনগরে মহিলার উপর অকথ্য অত্যাচার। মারতে মারতে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে এলাকা ৩০০ মিটার ঘোরানোর মতো বর্বরোচিত কাজ করেছে বিজেপির গুন্ডাবাহিনী। শনিবার বিকেলের সেই ভয়াবহ ঘটনার কথা নন্দীগ্রাম হাসপাতালে বসে বলছিলেন নির্যাতিতা। গোটা শরীরে এমন কোনও অংশ নেই যেখানে মারের দাগ নেই। ফুলে গিয়েছে শরীর। কথা বলতে কষ্ট হচ্ছে। ট্রমায় আক্রান্ত। […]
বন্যার সতর্কতা ৪ জেলায়, ডিভিসি না বলেই জল ছাড়ল কেন? কড়া বার্তা রাজ্যের
টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। আলিপুরদুয়ারে জারি লাল সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান এই চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই শনিবারের বৈঠকে এই চার জেলা নিয়ে বিশেষভাবে সতর্ক করলেন রাজ্যের মুখ্য সচিব। সেই সঙ্গে ডিভিসিকেও কড়া বার্তা নবান্নের। সেচ দফতরের সঙ্গে কথা বলে তবেই জল ছাড়তে হবে। ইচ্ছামত জল ছাড়া যাবে […]
বরানগরে বন্ধ ঘরের ভিতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নববর্ষের প্রথম দিনেই মর্মান্তিক ঘটনার সাক্ষী বরানগর। একটি বাড়ি থেকে তিনজনের পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নিরঞ্জন সেন নগর এলাকায় একটি বাড়ি থেকে বাবা, ছেলে ও নাতির দেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মৃতদের নাম শংকর হালদার (৭০), অভিজিত হালদার ওরফে বাপ্পা (৪২), দেবপর্ণ হালদার (১৫)। আত্মহত্যা, নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে বরানগর […]