দেশের উন্নয়নকে আটকাতে চায় কংগ্রেসঃ মোদি

মঙ্গলবার মধ্যপ্রদেশের বালাঘাটে নির্বাচনী প্রচারে  আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের বালাঘাটে হাজির হয়ে গেরুয়া সমুদ্রের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যে মানুষ বিজেপিকে সমর্থন করে আজকের জনসভায় হাজির হয়েছেন, তাতে আগামী ৪ জুন মধ্যপ্রদেশের মা, বোনেদের আশার্বাদ গেরুয়া শিবিরের সঙ্গে থাকবে বলে মন্তব্য করেন মোদি। ৪, ৫ মাস আগে মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসকে সরিয়ে দিয়েছেন মানুষ। এবারের লোকসভা নির্বাচনেও তার অন্যথা হবে না বলে বালাঘাটের জনসভা থেকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন, স্বাধীনতার পর কয়েক  দশক ধরে কংগ্রেস পুরনো চিন্তাধারা অনুসরণ করে চলেছে। তাঁদের মনে স্বাধীনতা আন্দোলনের অহঙ্কার ছিল। স্বাধীনতা আন্দোলনে সাধারণ মানুষের ত্যাগ স্বীকারকে অস্বীকার করেছিল কংগ্রেস। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পরিবার প্রভাবশালী হয়ে  উঠেছিল।তাঁর আরো অভিযোগ, তাঁদের চিন্তাভাবনা দেশকে পিছিয়ে  দিয়েছিল । বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেছেন, বিরোধী জোটের সদস্যরা একে অপরের বিরুদ্ধে লড়াই করে মোদীকে ক্ষমতা চ্যুত  করার কথা বলছে। লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নয় , আসলে একে অপরের বিরুদ্ধেই লড়ছেন তাঁরা। বিশ্বের বড় বড় দেশগুলো নিজেদের সমস্যা নিয়ে  কথা বলতে ভারতে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!