মঙ্গলবার মধ্যপ্রদেশের বালাঘাটে নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের বালাঘাটে হাজির হয়ে গেরুয়া সমুদ্রের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যে মানুষ বিজেপিকে সমর্থন করে আজকের জনসভায় হাজির হয়েছেন, তাতে আগামী ৪ জুন মধ্যপ্রদেশের মা, বোনেদের আশার্বাদ গেরুয়া শিবিরের সঙ্গে থাকবে বলে মন্তব্য করেন মোদি। ৪, ৫ মাস আগে মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসকে সরিয়ে দিয়েছেন মানুষ। এবারের লোকসভা নির্বাচনেও তার অন্যথা হবে না বলে বালাঘাটের জনসভা থেকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদি আরও বলেছেন, স্বাধীনতার পর কয়েক দশক ধরে কংগ্রেস পুরনো চিন্তাধারা অনুসরণ করে চলেছে। তাঁদের মনে স্বাধীনতা আন্দোলনের অহঙ্কার ছিল। স্বাধীনতা আন্দোলনে সাধারণ মানুষের ত্যাগ স্বীকারকে অস্বীকার করেছিল কংগ্রেস। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পরিবার প্রভাবশালী হয়ে উঠেছিল।তাঁর আরো অভিযোগ, তাঁদের চিন্তাভাবনা দেশকে পিছিয়ে দিয়েছিল । বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেছেন, বিরোধী জোটের সদস্যরা একে অপরের বিরুদ্ধে লড়াই করে মোদীকে ক্ষমতা চ্যুত করার কথা বলছে। লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নয় , আসলে একে অপরের বিরুদ্ধেই লড়ছেন তাঁরা। বিশ্বের বড় বড় দেশগুলো নিজেদের সমস্যা নিয়ে কথা বলতে ভারতে আসছে।
Related Posts
মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল একাধিক ফ্লাইট-ট্রেন, বন্ধ স্কুল-কলেজ, ‘লাল সতর্কতা’ জারি করল আবহাওয়া দপ্তর
একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। রেকর্ড বৃষ্টিতে কার্যত জলের নিচে বাণিজ্য নগরী। সোমের পর মঙ্গলবারেও অব্যাহত বৃষ্টি। মুম্বই, থানে, নবি মুম্বই, পনভেল, রত্নগিরি-সিন্ধুদুর্গ অঞ্চলে ‘লাল সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে বাড়ছে উদ্বেগ। ১২ জুলাই পর্যন্ত দুর্যোগ চলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় শর্ট সার্কিট হয়ে এক ৭২ বছরের বৃদ্ধা প্রাণ […]
ইন্দিরা গান্ধীকে ভারত জননী বললেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী
ইন্দিরা গান্ধী ভারত জননী। বক্তব্য কোনও কংগ্রেসের নেতা কর্মী সমর্থকের নয়। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর এই বক্তব্য এখন ভাইরাল। গান্ধী পরিবারের সদস্যদের সম্পর্কে বেশিরভাগ সময়েই নানান কটাক্ষ করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মন্ত্রিসভার সদস্যদের। এবার সেই এনডিএ মন্ত্রিসভার সদস্যের মুখেই দেশের প্রয়াত এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর প্রশাংসা অস্বস্তির কারণ হয়েছে বিজেপির। সদ্য সমাপ্ত […]
জাল আধার কার্ড দেখিয়ে সংসদে ঢোকার চেষ্টা, ৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করল সিআইএসএফ
আগামী ৯ জুন শপথ নেবেন প্রধানমন্ত্রী, তাঁর আগে আজ (৭ জুন) সংসদের সেন্ট্রাল হলে রয়েছে এন ডি এ সংসদীয় বৈঠক। তারই মাঝে সংসদ ভবনের বাইরে তিন সন্দেহভাজনকে আটক করল সিআইএসএফ। জাল আধার কার্ড দেখিয়ে সংসদে ঢোকার চেষ্টা করায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তথ্য অনুযায়ী, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) সদস্যরা সংসদ ভবনের গেটে পরিচয়পত্র পরীক্ষা করার সময় তিন সন্দেহভাজনকে আটক […]