অবশেষে খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। স্বপ্নপূরণ হল রোহিত শর্মার ভারতের। ১৩ বছর পরে তারা বিশ্বসেরা।  হার্দিকের ম্যাচ জেতানো বোলিং সবাই মনে রাখবে। ভারতের জয় ৮ রানে।  একটা সময় ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল ৫০-৫০। যে কেউই জিততে পারত ব্রিজটাউনের মহা ফাইনাল ম্যাচ। বারবার দুই দলের দিকে ঢলে পড়েছিল ম্যাচ। দক্ষিণ আফ্রিকার যখন ছয় উইকেট পড়ল, সেইসময় জয়ের লক্ষ্য ছিল ১৪ বলে ২১ রান। ১৭৭ রান লক্ষ্য ছিল তাদের। সেইসময় বুমরা তাঁর শেষ ওভারে তুলে নিলেন মার্কো জানসেনকে। উইকেট রয়েছেন জমে যাওয়া মিলার। তাঁর ক্যাচ যেভাবে নিলেন সূর্যকুমার, এককথায় অভাবনীয়।  হার্দিকের বোলিং ও সূর্যের ক্যাচ ভারতকে জিতিয়ে দিল। হার্দিক পেলেন তিন উইকেট, তিনিই ম্যাচের সেরা। 

error: Content is protected !!