তৃতীয় মোদী সরকারের প্রথম সংসদ অধিবেশন। প্রথম দিনেই সক্রিয় বিরোধীরা। নয়া সংসদ ভবনে যখন একের পর এক বিজেপি সাংসদরা শপথ নিচ্ছেন। ঠিক তখনই সংসদ ভবন চত্ত্বরে সংবিধান হাতে বিক্ষোভে সামিল বিরোধীরা। ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাতে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা নয়া সংসদভবন চত্ত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলাকে না জানিয়েই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী মোদী। এই ভাবে একনায়কন্ত্র চলতে পারে না। সরাসরি নিশানা করেছেন। সংবিধানকে রক্ষা করতেই তাঁদের এই প্রতিবাদ আন্দোলন বলে মনে জানিয়েছেন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। আরজেডি এবং সমাজবাদী পার্টির সাংসদরাও এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। সংবিধান হাতে নিয়ে সংবিধান রক্ষার দাবিতে সরব হয়েছেন তাঁরা।
Related Posts
গণছুটিতে কর্মীরা, ৩০জন কেবিন ক্রুকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
ভারতের বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৩০ জন কেবিন ক্রুকে বরখাস্ত করেছে। এয়ারলাইনটির প্রায় ১০০জন কর্মচারী অসুস্থতার কথা বলে ফোন বন্ধ রাখার একদিন পরে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর ফলে বড় আকারের ফ্লাইট বিপর্যয়ে পড়েছে এয়ার ইন্ডিয়া। চাকরি থেকে বরখাস্ত লোকের সংখ্যা আরো বাড়তে পারে।কর্তৃপক্ষের বরাতে সূত্র জানিয়েছে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মচারীদের আজ বিকেল ৪টার […]
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাহ ICC-র চেয়ারম্যান হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচা মমতার
ICC চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁচাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিক না হয়েও জয় ‘ক্ষমতাশালী’ হয়ে উঠেছেন বলে কটাক্ষ মমতার। জয় শাহ ICC-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কটাক্ষের সুরে মমতা পোস্টে […]
কর্নাটকে অপহরণের পর মাদক খাইয়ে গণধর্ষণ তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত দুই ইনস্টাগ্রাম ফ্রেন্ড
ফের অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। শুক্রবারেরই ঘটনা। প্রকাশ্যে এল এ দিন। কোচিং সেন্টার থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধেবেলায় অসমের নগাঁওয়ে গণধর্ষণের শিকার হতে হয়েছিল বছর চোদ্দর এক কিশোরীকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই কর্নাটকের উদুপিতে বছর চব্বিশের এক তরুণীকে অপহরণ করে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের একজনের সঙ্গে ওই তরুণীর ইনস্টাগ্রামে পরিচয় ছিল […]