সংবিধান হাতে সংসদ চত্বরে বিরোধীদের ধরনা

তৃতীয় মোদী সরকারের প্রথম সংসদ অধিবেশন। প্রথম দিনেই সক্রিয় বিরোধীরা। নয়া সংসদ ভবনে যখন একের পর এক বিজেপি সাংসদরা শপথ নিচ্ছেন। ঠিক তখনই সংসদ ভবন চত্ত্বরে সংবিধান হাতে বিক্ষোভে সামিল বিরোধীরা। ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাতে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা নয়া সংসদভবন চত্ত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলাকে না জানিয়েই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী মোদী। এই ভাবে একনায়কন্ত্র চলতে পারে না। সরাসরি নিশানা করেছেন। সংবিধানকে রক্ষা করতেই তাঁদের এই প্রতিবাদ আন্দোলন বলে মনে জানিয়েছেন বিরোধী দলের সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা প্রতিবাদে সামিল হয়েছিলেন। আরজেডি এবং সমাজবাদী পার্টির সাংসদরাও এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। সংবিধান হাতে নিয়ে সংবিধান রক্ষার দাবিতে সরব হয়েছেন তাঁরা।

error: Content is protected !!