ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র-এ বিধ্বংসী আগুন

ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ব্রহ্মপুত্র-এ বিধ্বংসী আগুন। জানা যায়, মুম্বইয়ের নৌবাহিনীর ডকে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল আইএনএস ব্রহ্মপুত্র-এর। রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজে আগুন লাগে। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মীরা নিরাপদে আছেন, শুধু একজন জুনিয়র নাবিক নিখোঁজ। উদ্ধারকারী দল তাঁকে খুঁজছে। নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি একদিকে হেলে পড়েছে।  ডকে নির্দিষ্ট বার্থে হেলানো অবস্থাতেই রাখা হয়েছে আইএনএস ব্রহ্মপুত্র-কে। রবিবার সন্ধ্যায় আইএনএস ব্রহ্মপুত্রে রিফিট-এর কাজ চলছিল, সেই সময়-ই যুদ্ধজাহাজে আগুন লাগে। প্রায় ১২৫ মিটার লম্বা, ৩৬০০ টনের এই বিশাল ‘গাইডেড মিসাইল ফ্রিজেট’ যুদ্ধজাহাজটিতে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে জাহাজের ক্রু ও নৌবাহিনীর দমকল কর্মীরা। কীভাবে আগুন লাগল? তদন্তের নির্দেশ দিয়েছে নৌবাহিনী। কলকাতার গার্ডেনরিচে প্রতিরক্ষা মন্ত্রকের ‘গার্ডেনরিচ শিপবিল্ডার্স’ তৈরি করেছিল এই যুদ্ধজাহাজ। প্রায় দুই দশক পার করে ফেলেছে জাহাজটি। ২০০০ সালের ১৪ এপ্রিল বাহিনীতে প্রবেশ করে ব্রহ্মপুত্র। ইউরোপ, আফ্রিকা উপকূলে এবং ভূমধ্যসাগরে একাধিক রুদ্ধশ্বাস অভিযানে নৌবাহিনীর সঙ্গী থেকেছে ব্রহ্মপুত্র।

error: Content is protected !!