২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা। নেপথ্যে তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি। এই অ্যাকশন থ্রিলার ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন চরণ তেজ। জানা গিয়েছে, বড় বাজেটের এই ছবিতে এক ঝাঁক অভিনেতার দেখা মিলবে। কাজল ও প্রভু ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল। পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যীশু সেনগুপ্ত থাকবেন জোরালো চরিত্রে।
Related Posts
প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও
প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও। চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ক্যানস্যারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। বিশ্বেশ্বর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছ’বছর […]
২৩ জুন শত্রঘ্নকন্যা সোনাক্ষী সিনহার বিয়ে
আগামী ২৩ জুন মুম্বইয়ে বসবে সোনাক্ষী সিনহার বিয়ের আসর। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী। ম্যাগাজিনের কভারের মতো তৈরি করা হয়েছে বিয়ের কার্ড। কার্ডের উপরে লেখা ‘গসিপই হল সত্যি’। কিছুদিন আগেই প্রেমের কথা প্রকাশ্যে আনেন সোনাক্ষী। জানা যাচ্ছে, গত একবছর ধরেই লিভইনে আছেন তাঁরা। তবে এখন জানা যাচ্ছে পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ে […]
স্তব্ধ টলিপাড়া, জট কাটাতে নবান্নে বৈঠকে গৌতম-প্রসেনজিৎ-দেব
কলকাতাঃ টলিপাড়ায় অব্যাহত অচলাবস্থা। পরিচালক-প্রযোজক এবং ফেডারেশন, টেকনিশিয়ানরা সারলেন বৈঠক দফায় দফায়। তবু মেলেনি রফাসূত্র। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে নবান্নে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষ। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন তাঁরা। সেই বৈঠকের পরই আশার আলো দেখছে গোটা টলিউড। বৈঠকের পর নিজের […]