একটা বা দু’টো নয় ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের দুর্ঘটনার পিছনে রয়েছে একাধিক ত্রুটি ৷ আর সেই কথা স্বীকার করে নিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ৷ মঙ্গলবার সকালে তিনি দুর্ঘটনাস্থলে রেল লাইনের মেরামতির কাজ খতিয়ে দেখতে যান ৷ সেখানেই একাধিক গাফিলতির কথা জানালেন তিনি ৷ তাঁর দাবি অনুযায়ী, প্রযুক্তিগত ত্রুটির পাশাপাশি, এই দুর্ঘটনায় রেল কর্মীদেরও ত্রুটি ধরা পড়েছে ৷ সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের নিজবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পরে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি ৷ যে দুর্ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একাধিক যাত্রী ৷ ওই ঘটনার পরই রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠতে থাকে ৷ রেল সূত্রে জানা যায়, অটোমেটিক সিগন্যালিং বা স্বয়ংক্রিয় সিগিন্যালিং ব্যবস্থা কাজ করছিল না ৷ তাই ম্যানুয়াল সিগন্যালিংয়ের মাধ্যমে পরিষেবা চালানো হচ্ছিল ৷ সেই সংক্রান্ত রেলের একটি মেমো বা নথি প্রকাশ্যে এসেছে ৷ তাতে দেখা গিয়েছে, রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার ডাউন লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার পরেও, মালবাহী গাড়িকে ওই লাইনে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন ৷ তবে, তার আগে রেলগেটগুলি বন্ধ রয়েছে কি না, এবং গেটম্যান তাঁকে সিগন্যাল দিচ্ছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছিল ৷ আর সেই মেমোয় সই রয়েছে মালগাড়ির মৃত চালক অনিল কুমারের ৷ মেমোয় ন’টি সিগন্যাল দিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন স্টেশন মাস্টার ৷ আর মেমোটি প্রকাশ্যে আসতেই রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার ও মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে ৷ তবে, এক্ষেত্রে নিজবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে থাকা তিনটি রেলগেটের গেটম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷ তাঁরা কি মালগাড়িকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন ? এনিয়ে আজ এনজেপি ডিআরএম অফিসে রেলওয়ে সেফটি কমিশনারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হবে রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার এবং গেটম্যান-সহ অন্যান্যদের ৷এই বিষয়ে ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, “রেলওয়ে সেফটি কমিশনার এসেছেন ৷ তিনি সব খতিয়ে দেখছেন ৷ আজকে তিনি দুর্ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট আধিকারিক এবং কর্মীদের বয়ান শুনবেন ৷ সেই মতো তিনি তদন্ত করবেন ৷ তবে, প্রাথমিক তদন্তে অনেকগুলি ত্রুটি সামনে এসেছে ৷ তাতে সিগন্যালিং, চালক ও কর্মীদেরও ত্রুটি সামনে এসেছে ৷ তবে, এই বিষয়ে সিদ্ধান্ত রেলওয়ে সেফটি কমিশনার নেবেন ৷”
Related Posts
‘এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে’, বালুরঘাট থেকে টার্গেট দিলেন অমিত শাহ
ভূপতিনগর প্রসঙ্গ থেকে শরণার্থী ইস্যু, নির্বাচনী প্রচারে এসে সমস্ত প্রসঙ্গই তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এ দিন রাজ্যে বিজেপির জন্য আসন্ন লোকসভা নির্বাচনে আসনের টার্গেট স্থির করে দিলেন তিনি৷ বললেন, ‘২০১৯-এও এসেছিলাম। আপনারা আমাদের ১৮টি সিট দিয়েছিলেন তাতে মোদিজি ৩০০-এর বেশি সিটে জিতেছিলেন। এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে এবং আমাদের […]
গভীর নিম্নচাপের পর ডিভিসির ছাড়া জলে ভাসল জেলা, দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি
গভীর নিম্নচাপের প্রভাবে কয়েকদিন টানা বৃষ্টি। তার সঙ্গে যুক্ত হয়েছে ডিভিসির ছাড়া জল। এই দুই কারণে দক্ষিণবঙ্গের সাত জেলার বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্যোগের কারণে ইতিমধ্যে দু’জনের মৃত্যু ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির জেরে বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছেন, এই পরিস্থিতি মোকাবিলার জন্য […]
আরজি করের প্রতিবাদ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমণ করে পোস্ট, ধৃত যুবক
আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ। আলিপুরদুয়ারে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। আরজি করের ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন সাগ্নিক লাহা নামে আলিপুরদুয়ার জংশনের কুয়োর পাড় এলাকার ওই যুবক। অভিযোগ পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অশালীন মন্তব্য […]