মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ। হেমা কমিটির রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর কিছু তথ্য। এরই মাঝে কেরালার এক অভিনেত্রী বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে। নয়ের দশকের সেই জনপ্রিয় অভিনেত্রী গোটা বিশ্বের কাছে তুলে ধরলেন একজন তামিল পরিচালক কী ভাবে তাঁকে ‘যৌনদাসী’ করে রেখেছিলেন। এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর উপর ঘটে যাওয়া মানসিক, শারীরিক এবং যৌন নির্যাতনের কথা তুলে ধরেছেন। অভিনেত্রীর কথায়, তিনি ১৮ বছর বয়সে প্রথম যৌন নির্যাতনের শিকার হন। যেখানে তিনি তামিল ভাষায় তাঁর প্রথম সিনেমার শুটিং করেছিলেন। তিনি অভিযোগ করেন পরিচালক, তার স্ত্রীর সামনে তাঁকে ‘কন্যা’ বলে সম্বোধন করতেন। কিন্তু পিছনে চলত অকথ্য অত্যাচার। এরপরই নানাভাবে ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। ছবির শুটিং চলাকালীন পরিচালক তাঁকে একদিন বলেন, তিনি অভিনেত্রীর থেকে একটি সন্তান চান। অভিনেত্রীর কথায়, ‘আমি কলেজের প্রথম বর্ষে পড়তাম সেই সময়। খুবই সাধারণ পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে আমি। এবং আমার বাবা-মা সিনেমা সম্পর্কে কিছুই জানতেন না। তামিল ছবিতে অভিনয় করার এই সুযোগ আমার কলেজের থিয়েটারের মাধ্যমে এসেছিল। ছোটবেলায়, আমি রেবতীর প্রতি মুগ্ধ ছিলাম। যিনি সেই সময়ে আমার বাড়ির কাছেই থাকতেন। আমি সেই সময় কল্পনার জগতে থাকতাম।’ এমনকী অভিনেত্রী তাঁর জীবনের এই দুর্বিসহ ঘটনাও তুলে ধরবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি একথাও জানিয়েছেন, ‘পরিচালক এবং তার স্ত্রী আমার সঙ্গে অনেক কাণ্ডও করিয়েছেন। ভালো খাবার এবং মিল্কশেক দিয়ে ঘুষ দিত এবং আমাকে ভালো ভালো কথাও বলতেন।’ পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তিনি অভিনেত্রীকে মেয়ে বলে ডেকে চুম্বন করতেন। তবে অভিনেত্রীর আফশোস বন্ধুদের এই কথাগুলো খুলে বলতে ভীষণভাবে মরিয়া থাকলেও, কিন্তু কিছু কারণবশত সেটা বলে উঠতে পারেননি। তিনি ভীষণভাবে লজ্জা পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো তাঁরই ভুল ভাববে সকলে। অভিনেত্রী বলেন, ‘ধীরে ধীরে, এই লোকটি আমার শরীরকে তাঁর সুবিধামতো ব্যবহার করতে শুরু করেন। একটা সময় সে আমায় রীতিমতো জোর করতে থাকে। তাই আমাকে ধর্ষণ করতে থাকে প্রতিদিন। আমি যখন কলেজে পড়তাম প্রায় এক বছর এভাবে চলেছিল।’ মানসিকভাবে এই বিষয়টা আমার খুবই ক্ষতি করেছে।
Related Posts
‘ওডেলা ২’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে
তামান্না ভাটিয়ার আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর জন্য শিরোনামে রয়েছেন। মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ‘ওডেলা ২’ ক্রাইম-থ্রিলার ফিল্ম ”ওডেলা রেলওয়ে স্টেশন’-এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এখন এই ছবিটি সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। ‘ওডেলা ২’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শুক্রবার, ছবিটির নির্মাতারা এর শুটিং সম্পর্কিত […]
ট্রেলারেই বাজিমাত ‘কল্কি’র
শুরু হতে চলেছে নতুন যুগ। নাগ অশ্বিনের হাত ধরে দুষ্টের দমন করতে আসছে ভৈরব। মুক্তি পেল কল্কি 2898এডি ট্রেলার। ৩ মিনিটের ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কাড়ল গ্রাফিক্সের চমক। খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘বাহুবলী’ তারকা প্রভাসের বিপরীতে খলনায়ক বাংলার ‘বব বিশ্বাস’। প্রথম লুকে বাজিমাত করলেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকা […]
বানভাসি ঘাটালে দেব, বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শনে সাংসদ, নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ
বানভাসি ঘাটালে দেব। নিজের সংসদীয় এলাকার দুর্গতদের পাশে দাঁড়াতে ফের রবিবার ঘাটালে এলেন অভিনেতা সাংসদ দেব। তিনি বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে সাংসদের দাবি, এই সময় কেন্দ্র-রাজ্য বিবাদ করে লাভ নেই। প্রক্রিয়া চলছে। পাঁচ বছর সময় লাগবে। নিম্নচাপ আর […]