ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই ধস নামে৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের৷ মৃতদের মধ্যে অনেক শিশু এবং মহি্লাও রয়েছে৷ উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)৷ এ ছাড়াও উদ্ধারকাজে সাহায্য করছে সেনাবাহিনী৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা কপ্টারও৷ কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷
Related Posts
বেআইনি খননের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হরিয়ানার কংগ্রেস বিধায়ক
হরিয়ানার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বড় পদক্ষেপ। হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারকে গ্রেপ্তার করল ইডি। তাঁর ছেলেকেও আটক করা হয়েছে। মাস কয়েক আগে হরিয়ানা পুলিশ যমুনানগর, সোনিপত এবং আশেপাশের জেলাগুলিতে বেআইনি খননের মামলায় FIR নথিভুক্ত করে। এরপরেই কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে কবিতা জৈনকে পরাজিত করে জিতেছিলেন সুরেন্দ্র পানওয়ার। […]
বুথভিত্তিক তথ্য জনসমক্ষে প্রকাশের আর্জি খারিজ সুপ্রিমকোর্টে
২০২৪ লোকসভা ভোটে প্রথম দুই দফার ভোটগ্রহণ পর্বে ভোটের হার সংক্রান্ত তথ্য প্রকাশে দেরি হওয়ার পর এক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর দায়ের করা সেই মামলায় সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ে স্বস্তি পেল কমিশন। আর্জি ছিল লোকসভা ভোট চলাকালীন কমিশন যেন তার ওয়েবসাইটে ভোটদানের হার সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে, তার জন্য নির্দেশ […]
হরিয়ানায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস, মৃত ৬ পড়ুয়া
হরিয়ানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত ৬ স্কুল পড়ুয়া।পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মহেন্দ্রগড় জেলায়। ইদে ছুটি ঘোষণা করা হলেও, আজ জিএল পাবলিক স্কুল খোলা ছিল। সেই বেসরকারি স্কুলের বাসে করে যাচ্ছিল ৪০ জন পড়ুয়া। স্কুল যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি একটি গাছে সজোরে ধাক্কা দিয়ে […]