তবে কি ইন্ডিয়া জোটই তৈরি করছে দেশের সরকার? হতে চলেছে পালাবদল! ‘ইন্ডিয়া’ জোট ২৯৫ এর বেশি আসন জিতছে বলে আশা প্রকাশ করলেন জোটের নেতারা। শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের পর এমনই দাবি করেন নেতারা। বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের খাগড়ে দাবি করেন, ‘ইন্ডিয়া’ জোট ২৯৫ বেশি আসন জিতছে। এটি একটি পাবলিক জরিপ। ভারতে কোয়ালিশন সরকার গঠন হবে ৪ জুন। কংগ্রেস সভাপতির বক্তব্য, আমরা আজ একটি মিটিং করেছি যেখানে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষ করে নির্বাচন নিয়ে আমরা নির্বাচনের সময় জোটের দুর্বলতার কথা বলেছি এবং এ সময় আমরা কী শিক্ষা নিয়েছি! এ নিয়েও আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গ-সহ দেশের সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে। একইসঙ্গে হয়েছে খাড়্গের বাড়িতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক। বৈঠক শেষে উপস্থিত সংবাদ মাধ্যমকে রীতিমতো আত্মপ্রত্যয়ী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ঝুলিতে তুলবে ২৯৫-এর থেকেও বেশি আসন। দেশে লোকসভায় আছে ৫৪৩টি আসন। সরকার গড়তে আসন দরকার ২৭২টি। যাকে বলা হয় ম্যাজিক ফিগার। নিজের দাবির স্বপক্ষে খাড়্গের যুক্তি, জোটের নেতাদের সঙ্গে কথা বলেই তিনি এই সংখ্যার আসনের কথা বলছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জোটের নেতৃবৃন্দ তাঁদের প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন, জেতার পর সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র না ছাড়তে।
Related Posts
গভীর রাতে রাজস্থান ও বিহারের রাজ্যে সভাপতি পালটে দিল বিজেপি
গভীর রাতে একাধিক রাজ্যে নয়া সভাপতি নিয়োগ করল বিজেপি। রাতের দিকে বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সিপি জোশীর পরিবর্তে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের বিজেপি সভাপতি করা হচ্ছে। অন্যদিকে, নীতীশ কুমার সরকারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর জায়গায় দিলীপ জয়সওয়ালকে বিহারের রাজ্য সভাপতি পদে বসানো হয়েছে। সেইসঙ্গে অসম, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিনাড়ু এবং ত্রিপুরায় […]
জম্মু-কাশ্মীরে সেনা কনভয়ে ফের জঙ্গি হামলা, শহিদ ৫ জওয়ান
ফিরে এল পুলওয়ামার স্মৃতি! জম্মু ও কাশ্মীরে ফের সেনার উপর জঙ্গি হামলা। এবার কাঠুয়াতে সেনা কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল একদল জঙ্গি। গত দুদিনে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চলল উপত্যকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই হামলায় শহিদ হয়েছেন ৫ জওয়ান। আহত আরও অনেকে। রাতে জখম জওয়ানদের মধ্যে একজনের মৃত্যু হয়। পালটা জবাব দেওয়া হয়েছে জঙ্গিদের। […]
মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় ঘুমের মধ্যে পরিবারের ৮ জনকে খুন করে আত্মঘাতী গৃহকর্তা
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা গণহত্যা ৷ বুধবার স্থানীয় আদিবাসী অধ্যুষিত এলাকার বোদাল কাছাড় গ্রামে এক আদিবাসী পরিবারের ৮ জনকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পরিবারের প্রধান বা গৃহকর্তার বিরুদ্ধে। নৃশংস হত্যাকাণ্ডের পর খুনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মহুলঝির পুলিশ ও ছিন্দওয়াড়া পুলিশের ঊর্ধ্বতন অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। সংগ্রহ করা হচ্ছে নমুনা ৷ অতিরিক্ত পলিশ সুপার […]