কুয়েত অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জনের দেহ এল ভারতে, ৫ লক্ষ করে ক্ষতিপূরণের ঘোষণা লুলু গ্রুপের

কুয়েতের মঙ্গাফে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সি-১৩০জে বিশেষ বিমানটি শুক্রবার সকালে কোচির উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেটি দেশে এসে পৌঁছেছে। এর আগে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং শুক্রবার সকালে কুয়েত পৌঁছে যান। সেখানে কুয়েতি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ে এই মৃতদেহগুলি দেশে ফেরানোর বন্দোবস্ত করেন তিনি। তিনিও ভারতীয় বায়ুসেনার সেই বিশেষ বিমানে করে দেশে ফেরেন বলে জানিয়েছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস। এর আগে কুয়েতের হাসপাতালে ভরতি আহত ভারতীয়দের সঙ্গেও দেখা করেন মন্ত্রী। তাঁর সঙ্গে তখন ছিলেন দূতাবাসের আধিকারিকরা। এদিকে কোচি বিমানবন্দরে আগে থেকেই অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়েছিল। মৃতদেহগুলি বিমান থেকে নামানোর পর তাতে করে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশ আগে থেকেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে পুরো বিষয়টির বন্দোবস্ত করে রেখেছিল।  কুয়েতের অগ্নিকাণ্ডে পশ্চিমবঙ্গের এক বাসিন্দারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কুয়েত সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে ২৩ জনই হলেন কেরলের বাসিন্দা। এছাড়া মৃতদের মধ্যে ৭ জন তামিলনাড়ুর বাসিন্দা। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের তিনজন করে বাসিন্দারা মারা গিয়েছেন। ওড়িশা থেকে কুয়েতে গিয়ে কর্মরত দু’জনের মৃত্যু হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এবং পঞ্জাবের একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

error: Content is protected !!