কুয়েতের মঙ্গাফে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সি-১৩০জে বিশেষ বিমানটি শুক্রবার সকালে কোচির উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেটি দেশে এসে পৌঁছেছে। এর আগে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং শুক্রবার সকালে কুয়েত পৌঁছে যান। সেখানে কুয়েতি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ে এই মৃতদেহগুলি দেশে ফেরানোর বন্দোবস্ত করেন তিনি। তিনিও ভারতীয় বায়ুসেনার সেই বিশেষ বিমানে করে দেশে ফেরেন বলে জানিয়েছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস। এর আগে কুয়েতের হাসপাতালে ভরতি আহত ভারতীয়দের সঙ্গেও দেখা করেন মন্ত্রী। তাঁর সঙ্গে তখন ছিলেন দূতাবাসের আধিকারিকরা। এদিকে কোচি বিমানবন্দরে আগে থেকেই অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়েছিল। মৃতদেহগুলি বিমান থেকে নামানোর পর তাতে করে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশ আগে থেকেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে পুরো বিষয়টির বন্দোবস্ত করে রেখেছিল। কুয়েতের অগ্নিকাণ্ডে পশ্চিমবঙ্গের এক বাসিন্দারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কুয়েত সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে ২৩ জনই হলেন কেরলের বাসিন্দা। এছাড়া মৃতদের মধ্যে ৭ জন তামিলনাড়ুর বাসিন্দা। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের তিনজন করে বাসিন্দারা মারা গিয়েছেন। ওড়িশা থেকে কুয়েতে গিয়ে কর্মরত দু’জনের মৃত্যু হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এবং পঞ্জাবের একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।
Related Posts
‘দেশের বোঝা নরেন্দ্র মোদি, জুটবে না গরিষ্ঠতাও’, বিস্ফোরক দাবি প্রাক্তন ঘনিষ্ঠ সিবিআই কর্তার
দিবাস্বপ্নে বাদ সাধলেন প্রাক্তন সিবিআই কর্তা। নরেন্দ্র মোদিকে দেশের বোঝা হিসেবে চিহ্নিত করলেন এক সময়ে তাঁরই গভীর আস্থাভাজন শীর্ষ আধিকারিক। তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে বসার স্বপ্নে যখন বিভোর নরেন্দ্র মোদি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন একদা তাঁরই ঘনিষ্ঠ সিবিআইয়ের প্রাক্তন কর্তা এম নাগেশ্বর রাও ! মোদিকে দেশের বোঝা বলে কটাক্ষ করে প্রাক্তন এই সিবিআই কর্তার দাবি, […]
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা, অনুষ্ঠান বাতিল, নিট-নেট দুনীতি কাণ্ডে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
নিটে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা নেট বাতিল করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে দেশ জুড়ে। বার বার বিক্ষোভের মুখে পড়ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভ দেখাতে পথে নেমেছেন ছাত্রছাত্রীরাও। এই বিক্ষোভের জেরেই শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী। তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁকে কালো পতাকা দেখানো হয়। তার […]
লোকসভা ভোটের ইশতেহার প্রকাশ শিবসেনা উদ্ধব শিবিরের
লোকসভা নির্বাচন। প্রস্তুতি সব দলের। তবে ভোটের আগে আগেই দল ভেঙেছে মহারাষ্ট্রের এক সময়ের শাসক দলের। বালা সাহেবের শিবসেনা এখন ভেঙে দু” টুকরো। এক অংশ তাঁর ছেলে, উদ্ধব ঠাকরে সামলাচ্ছেন। এক অংশ গেরুয়া শিবিরে যুক্ত হয়ে সরকার চালাচ্ছে মহারাষ্ট্রের।ভোটের আগে এবার শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির প্রকাশ করেছে ইশতেহার। তাতে রয়েছে ঋণ মুকুব, চাকরির কথা। বৃহস্পতিবার […]