আগেই জানা গিয়েছিল মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার নির্ধারিত সময়েই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইতে তিনদিনের এই সফরে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। বৃহস্পতিবারই বিশেষ বিমানে মুম্বই উড়ে যাবেন তিনি। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি মুম্বই যাচ্ছি। মুকেশ জির ছেলের বিয়ে। বারবার করে ওঁরা আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্যই আমি যাচ্ছি। আগামিকাল অর্থাৎ শুক্রবার উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর একটি রাজনৈতিক বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মমতা। তিনি আরও জানান, এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। মূলত রাজনৈতিক কথা হবে বলেও ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করার কথা আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে আগামী পরশু অর্থাৎ শনিবার কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে ঘিরে সাজ সাজ রব মুম্বইতে। দেশ-বিদেশ থেকে আসছেন অতিথি অভ্যগতরা।
Related Posts
রাজ্যপালকে ২১টি বিশবিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ সুপ্রিমকোর্টের
জ্যপালকে ২১ টি বিশবিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যেই তাঁর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে। দ্রুত ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালকে পুরোনো নির্দেশ মেনেই।এমনটাই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যের সুপারিশ দেওয়া নাম থেকেই রাজ্যকে উপাচার্য নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপালকে। দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। […]
হায়দরাবাদে কোল্ড ড্রিঙ্কে মাদক মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২
হায়দরাবাদে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক নির্মাণ ব্যবসায়ী ও তাঁর সহকারী। ঘটনাটি ঘটেছে রবিবার। ওই তরুণী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, গত রবিবার মিয়াপুরে যান তিনি। দেখা করেছিলেন নির্মাণ ব্যবসায়ী জনার্দন এবং সঙ্গা রেড্ডির সঙ্গে। ওই তরুণীকে ইয়াদাগিরিগুট্টাতে একটি সাইট দেখাতে নিয়ে যান তাঁরা। রাতে সেখান থেকে ফেরার সময় গাড়ি খারাপ হওয়ার অজুহাতে মাঝপথে দাঁড়িয়ে পড়েন […]
ভারতীয় সেনার প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করে কেন্দ্র। ৩০ জুন থেকে ভারতের সেনাপ্রধান পদে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ওইদিনই জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। লোকসভা নির্বাচনের কারণে বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছিল। ভোট মিটতেই পরবর্তী সেনাপ্রধানের নাম ঘোষণা করল […]