অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিতে মুম্বই পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী, বললেন ‘আমাকে বার বার করে ওঁরা আমন্ত্রণ জানিয়েছে

আগেই জানা গিয়েছিল মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার নির্ধারিত সময়েই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইতে তিনদিনের এই সফরে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। বৃহস্পতিবারই বিশেষ বিমানে মুম্বই উড়ে যাবেন তিনি। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি মুম্বই যাচ্ছি। মুকেশ জির ছেলের বিয়ে। বারবার করে ওঁরা আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্যই আমি যাচ্ছি। আগামিকাল অর্থাৎ শুক্রবার উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর একটি রাজনৈতিক বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মমতা। তিনি আরও জানান, এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। মূলত রাজনৈতিক কথা হবে বলেও ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বৈঠকের পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করার কথা আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে আগামী পরশু অর্থাৎ শনিবার কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে ঘিরে সাজ সাজ রব মুম্বইতে। দেশ-বিদেশ থেকে আসছেন অতিথি অভ্যগতরা। 

error: Content is protected !!