লোকসভা ভোটে সাফল্যের পর তৃণমূলের প্রথম বড় কর্মসূচি রবিবার। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চকে ঘিরে উপচে পড়া ভিড় কর্মী-সমর্থকদের সামনে সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন মমতা। বলেন, ‘বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব।’ প্রসঙ্গ তোলেন লক্ষ্মীর ভান্ডারেরও। জানান, লক্ষ্মীর ভান্ডার ২ কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, ‘আমরা ৪৩ লক্ষ বাড়ি, এই ১২ বছরে করে দিয়েছি। কিন্তু ১১ লক্ষ লোকের বাড়ি এখনও তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। তাঁরা করে দেয়নি।’ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘১১ লক্ষ মানুষের বাড়ি তৈরি জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবেন। ’২১-এর মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘বাংলায় আসার জন্য অখিলেশকে ধন্যবাদ। দিল্লির সরকার বেশিদিন টিকবে না। উত্তরপ্রদেশে অখিলেশে খেলা দেখিয়েছে। বিজেপির তো সরে যাওয়া উচিত ছিল।’’ বক্তব্য রাখতে উঠে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বাংলার মানুষকে আমি স্যালুট জানাই৷ এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন৷ বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি৷ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে৷’
Related Posts
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল বোসের মানহানি মামলা শুনানি শেষ, স্থগিত রায়দান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মানহানি মামলা দায়ের করেন। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষ। দুপক্ষের সওয়াল জবাব শুনে কোনও মন্তব্য করেননি বিচারপতি। আপাতত স্থগিত রায়দান। লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। এই […]
কেন্দ্রীয় সরকার ব্যর্থ, রাজ্যের হাতে ফেরানো হোক জয়েন্ট, দাবি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে মেডিক্যালের জয়েন্ট পরীক্ষা রাজ্যের হাতে ফেরত দেওয়ার দাবি তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেশ জুড়ে ক্রমশ জোরাল হচ্ছে নিট দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ। এই আবহে ব্রাত্যর এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ডাক্তারি শিক্ষার সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা নিটের বিরুদ্ধে এবার প্রশ্ন ফাঁস থেকে গ্রেস নম্বর-সহ নানা দূর্নীতির […]
রবিবারেই ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে সুন্দরবনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল!
বঙ্গোপসাগরে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহুর্তে অতি গভীর নিম্নচাপ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ প্রান্তে চেন্নাই উপকূলের প্রায় ২০০ কিলোমিটার দূরে জলের ওপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশঃ উত্তর – উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে এই সিস্টেম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার দিকে অভিমুখ দেখে এগোচ্ছে। […]