মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে

অবশেষে বিধায়ক পেল মানিকতলা। সেই পাণ্ডে পরিবারের উপরই ভরসা রাখল মানিকতলা। এই নিয়ে দশবার পাণ্ডে পরিবার থেকেই বিধায়ক পেল মানিকতলা। লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভায় দু’টো ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকলেও উপনির্বাচনের সব ক’টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। গণনাকেন্দ্রের বাইরে উল্লাসে মাতলেন তৃণমূল সমর্থকেরা। অন্য দিকে, বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন তারা। ‘জয় পাণ্ডে পরিবারের,’ প্রতিক্রিয়া শ্রেয়ার।

error: Content is protected !!