অবশেষে বিধায়ক পেল মানিকতলা। সেই পাণ্ডে পরিবারের উপরই ভরসা রাখল মানিকতলা। এই নিয়ে দশবার পাণ্ডে পরিবার থেকেই বিধায়ক পেল মানিকতলা। লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভায় দু’টো ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকলেও উপনির্বাচনের সব ক’টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। গণনাকেন্দ্রের বাইরে উল্লাসে মাতলেন তৃণমূল সমর্থকেরা। অন্য দিকে, বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন তারা। ‘জয় পাণ্ডে পরিবারের,’ প্রতিক্রিয়া শ্রেয়ার।
Related Posts
সায়ন্তিকাদের শপথ জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের
শপথ জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপালের একবগ্গা মনোভাবের জেরেই রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, “দুই জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে রাষ্ট্রপতিতে চিঠি দিয়েছি।” বিমান বাবু আরও জানিয়েছে, “চিঠিতে সমস্ত বিষয় উল্লেখ করেছি। সেখানে আম্বেদকরের কিছু কথা […]
নিউটাউনে গোপন বৈঠক, তৃণমূল নেতাদের গ্রেফতার করাতে এনআইএ-কে তালিকা দিয়েছে বিজেপি, বিস্ফোরক দাবি কুণালের
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাদের গ্রেফতার করার জন্য এনআইকে তালিকা দিয়েছে বিজেপি। এই দাবি করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ট্যাগ করে এই পোস্ট করেন কুণাল। তাঁর দাবি, দুই বিজেপি নেতা নিউটাউনে এসপি ডি আর সিংয়ের বাসভবনে গোপন বৈঠক করেন। বৈঠক হয় নিজাম প্যালেসেও। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হতে […]
আরজি কর হাসপাতাল ভাঙচুর কাণ্ডে মীনাক্ষী সহ ৭জন বাম যুবনেতা-নেত্রীকে তলব করল লালবাজার
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই রাতেই ভাঙচুর করা হয় আরজি কর হাসপাতাল। এই ঘটনায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই(DYFI) এবং বিজেপির(BJP) নাম জড়িয়ে গিয়েছে। কারণ জিওয়াইএফআই তাদের পতাকা নিয়ে সেখানে হাজির ছিল বলে ভিডিওতে ধরা পড়েছে। যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় […]