পুজোর মুখে খাস কলকাতায় আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল তপসিয়ার এক কারখানায়। অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরির এক কারখানায় আগুন লেগেছে আজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। বৃষ্টি মাথায় নিয়েই চলছে আগুন নেভানোর কাজ। সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ অগ্নিকাণ্ড ঘটে। তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে কারখানা থেকে দাউদাউ করে আগুন বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। মূহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকী আগুন নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হচ্ছে দমকলকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। কারখানার ভিতরে মজুত থাকা দাহ্য বস্তুর কারণেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে কেউ আহত হননি।
Related Posts
জামাইষষ্ঠীতে হাফ ছুটির ঘোষণা করল রাজ্য সরকার
জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে জামাইষষ্ঠীর কারণে আগামী বুধবার ১২ জুন কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স এবং কলকাতার কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউয়ের অফিস ছাড়া রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি থাকবে। দুপুর দুটোয় ছুটি হয়ে যাবে বলে অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো […]
প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী৷ বাম আমলে দীর্ঘদিন রাজ্যের কারা এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ আজ সকাল ৬.৪০ মিনিটে এসএসকেএম হাসপাতালে ৮৩ বছর বয়সে মৃত্যু হয় তাঁর৷ দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে বিশ্বনাথ চৌধুরীর ক্যানসারের চিকিৎসা চলছিল৷ কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ টানা সম্ভব […]
বিদ্যুৎ বিভ্রাটের জেরে ফের ব্যাহত মেট্রো পরিষেবা
মেট্রোয় ফের বিদ্যুৎ বিভ্রাট। আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ এসপ্লানেড থেকে ময়দান এই দুটি স্টেশনের মাঝে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয়। প্রায় ৫০ মিনিট বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে দ্রুত মেরামতি করে ৯টা নাগাদ পরিষেবা স্বাভাবিক করা হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে কোনও মেট্রোই […]