তপসিয়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

পুজোর মুখে খাস কলকাতায় আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল তপসিয়ার এক কারখানায়। অ্যালুমিনিয়াম সামগ্রী তৈরির এক কারখানায় আগুন লেগেছে আজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। বৃষ্টি মাথায় নিয়েই চলছে আগুন নেভানোর কাজ। সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ অগ্নিকাণ্ড ঘটে। তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে কারখানা থেকে দাউদাউ করে আগুন বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। মূহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকী আগুন নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হচ্ছে দমকলকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। কারখানার ভিতরে মজুত থাকা দাহ্য বস্তুর কারণেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে কেউ আহত হননি। 

error: Content is protected !!