শুভ মহরত হয়ে গেল সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ম্যাডাম সেনগুপ্ত’- এর। ছবিতে প্রধান চরিত্রে দেখাযাবে ঋতুপর্ণা সেনগুপ্ত-কে। পাশাপাশি ছবিতে দেখতে পাওয়া যাবে রাহুল বোস, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জি, রৌনক দে ভৌমিক, এবং রতন সরখেলকে। ম্যাডাম সেনগুপ্ত, একজন বিখ্যাত কার্টুনিস্ট, তাঁর বিবাহ বিচ্ছিন্ন স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তের জন্য কলকাতায় আসেন। এই যাত্রায় ম্যাডাম সেনগুপ্ত কী আবিষ্কার করেন যা তাঁর জীবন বদলে দেয়? এই নিয়েই এই ছবির গল্প। এই ছবির প্রযোজনা করছে নন্দী মুভিজ।
স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তে আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত’
