লোকসভা নির্বাচনে বাংলায় ১৫টি আসনও পাবে না তৃণমূল৷ এ দিন নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর আরও দাবি, গোটা দেশে ৫০ আসন পেরোবে না কংগ্রেসও৷ কংগ্রেস, তৃণমূলকে কটাক্ষ করে মোদির প্রশ্ন, এর পরেও বিরোধীরা সরকার গড়ার দাবি করছে কী করে? কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে সভা করতে এসে মোদি বলেন, ‘এটা দেশের ভোট, ভারতের ভোট৷ সেখানে সরকার কে বানাবে? তৃণমূল ১৫টি আসনও জিততে পারবে না৷ সরকার করতে পারবে? কংগ্রেস যত চেষ্টাই করুক, হাফ সেঞ্চুরি পার করবে না গোটা দেশে ৫০টি আসন পাবে কি না, তা নিয়েই চিন্তায়৷ ৫০টি আসন না পেলে সরকার গড়তে পারবে? বাংলায় এক সময় বামেদের সূর্য অস্ত যেত না৷ আর লাল ঝান্ডা তো নজরেই আসছে না৷ বিরোধীরা বরং এনডিএ ৪০০ আসন পাবে কি না তাই নিয়েই চিন্তা করছে৷ এই ভোটে স্পষ্ট, সরকার গড়লে বিজেপি-এনডিএ গড়বে৷’ এ দিনের সভা থেকেও প্রধানমন্ত্রী সন্দেশখালি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী৷ শাসক দলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ এনেছেন তিনি৷ কংগ্রেস, তৃণমূল ও বামেদের একযোগে বিঁধে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তৃণমূল, বামেরা এবং কংগ্রেস কী করছে? রাতদিন মোদির মাথা লাঠি দিয়ে ফাটিয়ে দেব, মোদিকে গুলি মেরে দাও, এসব বলছে৷ কিন্তু আমি কাপুরুষদের দলে নই৷ নামদাররা বুঝে নিক, কামদাররা ভয় পায়৷ গরিবরা ভয় পেয়ে বাঁচে না৷ আমিও দারিদ্র থেকে উঠে এসেছি, ফলে ভয় শব্দটি আমার অবিধানে নেই৷ আমাকে যত গালি দেবেন, আমি আরও বেশি করে দেশবাসীর সেবা করব৷’ দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধে মোদির কটাক্ষ, ‘বাংলায় এত টাকা উদ্ধার হয়েছে যে টাকা গুনতে গুনতে মেশিনও হাঁপিয়ে উঠত৷ আপনারা চান এখানে তৃণমূলের তোলাবাজ আর মহিলাদের উপরে অত্যাচারীরা কড়া শাস্তি পাক৷ যে তৃণমূল গরিবের রেশনও চুরি করেছে, তাদের থেকে আর কী আশা করা যায়৷’
Related Posts
ওড়িশায় ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে তৈরি হয়েছে বর্ষার পরিস্থিতি। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে , পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। যার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার কারণে ভারী বৃষ্টি না হলেও বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে […]
৪০ জন ডাক্তারি পড়ুয়াকে ৬ মাস বহিষ্কার কল্যাণী জেএনএমের
কল্যাণী জেএনএমে থ্রেট সিন্ডিকেট চালাতেন অভীক দে-র অনুগামীরা বলে এমনই অভিযোগ উঠেছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে ৪০ জন পড়ুয়াকে আপাতত বহিষ্কার করা হয়েছে। আগামী ৬ মাস তাঁরা পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনও কারণে কলেজ, ছাত্রাবাস ও হাসপাতালে ঢুকতে পারবেন না। পাশাপাশি দু’জন ফ্যাকাল্টি মেম্বারকে প্রশাসনিক এবং […]
বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি
ভরদুপুরে বেলঘরিয়া এলাকায় শ্যুট আউট। এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার দুপুরে বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ীর বিলাসবহুল গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। এদিন আচমকাই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে ধরে। প্রতক্ষ্যদর্শীদের দাবি, রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা […]