সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হল এনআইএ৷ এ দিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-এর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা৷ গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর৷ অভিযোগ, মামলায় অভিযুক্ত ৮ জনকে তলব করা হলেও তারা হাজিরা দেননি৷ এ দিন সকালে ভূপতিনগরের অর্জুনপুরে গিয়ে এই অভিযুক্তদের মধ্যে নাম থাকা দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচড়ণ মাইতিকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা গাড়িতে তোলার পরই জড়ো হয়ে যান গ্রামবাসীরা৷ এর পরই এনআইএ-র গাড়িতে ইট ছোড়া হয়৷ ভেঙে যায় গাড়ির কাচ৷ অভিযোগ এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট এবং পাথরও ছোড়া হয়৷ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ভূপতিনগর থানার পুলিশ৷ শেষ পর্যন্ত অবশ্য ধৃত দুই তৃণমূল নেতাকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন এনআইএ আধিকারিকরা৷ হামলার ঘটনায় ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করেছে এনআইএ৷ দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এলাকায় মিছিলও বের করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এ দিন ভোরে এনআইএ-র পক্ষ থেকে তাদের কাছে বাহিনী চাওয়া হয়৷ কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই এনআইএ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে৷ তখনই হামলার ঘটনা ঘটে৷
Related Posts
অ্যাম্বুল্যান্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, আহত বহু
অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে ৬জনের মৃত্যু হল। অ্যাম্বুলেন্সটি ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে যাচ্ছিল। তখন কেশপুরের পঞ্চমীর কাছে সিমেন্ট বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তার জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের। এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই এখন তাঁরা চিকিৎসাধীন। এই ঘটনার […]
রাতভর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ সুন্দরবনের উপকূল এলাকা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, মৃত ৫
ঝড়ের দাপটে ভেঙে পড়েছিল বাড়ির কলাগাছ৷ সেই কলা গাছ কেটে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা৷ আর তাঁকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হল ছেলেরও৷ সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মেমারিতে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা এবং ছেলে, দু জনেরই মৃত্যু হয়েছে৷ এই নিয়ে ঘূর্ণিঝড় রিমলের জেরে শুরু হওয়া দুর্যোগে রাজ্যে চার জনের মৃত্যু হল৷ সোমবার […]
স্কুল টাইমে আরজি কর নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল পড়ুয়ারা, হাওড়ার ৩ স্কুলকে শোকজ নোটিস
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করার জন্য শিক্ষা দপ্তরের তরফে শোকজ় নোটিস ধরানো হল হাওড়া জেলার তিন স্কুলকে। জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-এর তরফে দেওয়া সেই নোটিসে স্কুলগুলিকে বলা হয়েছে, পঠন পাঠনের সময়ে পড়ুয়াদের নিয়ে মিছিল করা হয়েছে। আর তা পড়ুয়াদের জন্য সঠিক ছিল না এবং […]