রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে মূল চক্রান্তকারী মুজাম্মিল শরিফকে আগেই গ্রেফতার করেছে এনআইএ (NIA)। এবার গ্রেফতার হল বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ ঘটনার সঙ্গে যুক্ত আরও দুজন। মুসাভির শাজিব হুসেন এবং আব্দুল মাঠিন আহমেদ তাহা। প্রায় দেড় মাসের তদন্ত অভিযানের পর দুই অভিযুক্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে এনআইএ গ্রেফতার করেছে মুসাভির এবং আব্দুলকে। দুই অভিযুক্তকে কর্ণাটকের শিবমোগায় আইসিস সেলের সদস্য বলে সন্দেহ করছে কেন্দ্রীয় সংস্থা। বেঙ্গালুরু ক্যাফে ব্লাস্টের দুই অভিযু্ক্তকে এনআইএ গ্রেফতারের পরেই তা নিয়ে সরব হয়েছে তৃণমূল। অভিযুক্তদের গ্রেফতার নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছে। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন।
রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-এর জালে ‘মাস্টারমাইন্ড’, কাঁথি থেকে আটক ২
